০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় হুক্কা বার চালানো ও বিক্রির জন্য গ্রেফতার ৩

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 19

পুবের কলম প্রতিবেদক: শুক্রবার সন্ধ্যায় কলকাতার বিধান সারণির ফাইভ পয়েন্ট থেকে পুলিশ হুক্কা বার চালানোর জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে তালা পুলিশ স্টেশনে এফআইআরও দায়ের হয়েছে। এফআইআর নং- ১০১ তারিখ ২/১২/২২ ইউ/এস ১৮৮/ ১২০বি আইপিসি আর/ডাব্লিউ ২০(২) সিওটিপিএ আইন ২০০৩।
অন্যদিকে, পার্ক স্ট্রিট থানার মুজাফফর আহমেদ স্ট্রিটের একটি ক্যাফেতে হানা দিয়ে হুক্কা বিক্রির কারণে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ড্যাডি’স ক্যাফে নামক একটি রেস্তোরাঁয় অভিযুক্তরা অবৈধভাবে সাধারণ মানুষের কাছে হুক্কা বিক্রি করছিল। এই ইস্যুতে পার্ক স্ট্রিট থানায় মামলাও দায়ের হয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

প্রসঙ্গত, শুক্রবারই কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ উঠেছে, অনেক হুক্কা বারে হুক্কার সঙ্গে মাদক মেশানো হচ্ছে। এক্ষেত্রে মাদকের সঙ্গে যে কেমিক্যাল মেশানো হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বয়স্কদের পাশাপাশি যুব সমাজও এই নেশায় আসক্ত হচ্ছে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

এতদিন হুক্কাকে সাধারণ ধূমপানের উপকরণ হিসাবেই বিবেচনা করা হত। তবে ইদানিং অভিযোগ উঠতে শুরু করে যে, হুক্কার সঙ্গে মাদক মেশানোর ফলে তা ব্যবহার করে অনেকেই স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়ছেন। আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

কলকাতায় হুক্কা বার বন্ধ এবং বিক্রি বন্ধে নির্দেশিকা জারি করা হয়। কলকাতা পুরসভা এবং পুলিশ হুক্কা ব্যবসা এবং বিক্রি বন্ধে যে যথেষ্ট কঠোর, তা এই গ্রেফতারিতেই স্পষ্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় হুক্কা বার চালানো ও বিক্রির জন্য গ্রেফতার ৩

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: শুক্রবার সন্ধ্যায় কলকাতার বিধান সারণির ফাইভ পয়েন্ট থেকে পুলিশ হুক্কা বার চালানোর জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে তালা পুলিশ স্টেশনে এফআইআরও দায়ের হয়েছে। এফআইআর নং- ১০১ তারিখ ২/১২/২২ ইউ/এস ১৮৮/ ১২০বি আইপিসি আর/ডাব্লিউ ২০(২) সিওটিপিএ আইন ২০০৩।
অন্যদিকে, পার্ক স্ট্রিট থানার মুজাফফর আহমেদ স্ট্রিটের একটি ক্যাফেতে হানা দিয়ে হুক্কা বিক্রির কারণে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ড্যাডি’স ক্যাফে নামক একটি রেস্তোরাঁয় অভিযুক্তরা অবৈধভাবে সাধারণ মানুষের কাছে হুক্কা বিক্রি করছিল। এই ইস্যুতে পার্ক স্ট্রিট থানায় মামলাও দায়ের হয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

প্রসঙ্গত, শুক্রবারই কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অভিযোগ উঠেছে, অনেক হুক্কা বারে হুক্কার সঙ্গে মাদক মেশানো হচ্ছে। এক্ষেত্রে মাদকের সঙ্গে যে কেমিক্যাল মেশানো হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বয়স্কদের পাশাপাশি যুব সমাজও এই নেশায় আসক্ত হচ্ছে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

এতদিন হুক্কাকে সাধারণ ধূমপানের উপকরণ হিসাবেই বিবেচনা করা হত। তবে ইদানিং অভিযোগ উঠতে শুরু করে যে, হুক্কার সঙ্গে মাদক মেশানোর ফলে তা ব্যবহার করে অনেকেই স্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়ছেন। আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

কলকাতায় হুক্কা বার বন্ধ এবং বিক্রি বন্ধে নির্দেশিকা জারি করা হয়। কলকাতা পুরসভা এবং পুলিশ হুক্কা ব্যবসা এবং বিক্রি বন্ধে যে যথেষ্ট কঠোর, তা এই গ্রেফতারিতেই স্পষ্ট।