০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যতকান্ড যোগী রাজ্যে, শৌচাগারে রাখা খাবার দেওয়া হল কাবাডি খেলোয়াড়দের, ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধীরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 10

 

 

আরও পড়ুন: যতকাণ্ড যোগী রাজ্যে, একের পর এক মিথ্যা মামলা, জেরবার তপশিলী  পরিবার আবেদন করল স্বেচ্ছামৃত্যুর

 

পুবের কলম ওয়েবডেস্ক: যতকান্ড যোগী রাজ্যে। শৌচাগারের মেঝেতে রাখা ডাল, ভাত, সব্জীর পাত্র। সেখান থেকেই খাবার তুলে নিচ্ছেন কাবাডি খেলোয়াড়রা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে বিতর্কের ঝড়। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত হয় তিনদিনের  রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কবাডি টুর্নামেন্ট। যেখানে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন।   সাহারানপুরের ডঃ ভীমরাও স্পোর্টস স্টেডিয়ামের একটি টয়লেট কমপ্লেক্সের মেঝেতে রাখা  সেই খাবারের ছবি প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশ সরকার বরখাস্ত করেছে  জেলা ক্রীড়া অধিকর্তাকে।

সাহারানপুর জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং বলেছেন, খেলোয়াড়দের পরিবেশন করা খাবারের বিষয়ে অনিয়ম প্রকাশ্যে এসেছে। যেকারণে জেলা ক্রীড়া অধিকর্তাকে  অনিমেশ সাক্সেনাকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং দুই-তিন দিনের মধ্যে একটি রিপোর্টও জমা দেওয়া হবে বলে তিনি জানান।

 

অংশগ্রহণকারী খেলোয়াড়দের অধিকাংশ জানিয়েছেন, ইটের উনুনে  রান্না করার পর বড় একটি থালায় ভাত উঠিয়ে শৌচাগারের গেটের কাছে রাখা হয়। ভাতের থালার কাছেই একটি কাগজের ওপর বেঁচে যাওয়া পুরিও ছিল। সবাইকে সেখান থেকেই দুপুরের খাবার দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক  এক খেলোয়াড় বলেছেন, “উনুন থেকে একটা বড় থালায় ভাত ভর্তি করে এনে তা শৌচাগারের গেটের সামনে রাখা হয়। থালার পাশেই রয়ে যাওয়া পুরি একটি একটা কাগজের উপর রাখা হয়। সেখান থেকেই ভাত নিয়ে খেলোয়াড়দের দুপুরে খেতে দেওয়া হয় ।”

 

অন্যদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিরোধীরাও একহাত নিয়েছে শাসকদল বিজেপিকে। কংগ্রেস নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছে ইউপিতে যারা কাবাডি খেলে তাদের টয়লেটে রাখা খাবার দেওয়া হচ্ছে। বিজেপি সরকার তাদের মিথ্যা প্রচারের জন্য ব্যয় করতে  সমস্ত অর্থ বরাদ্দ রাখে। অথচ  আমাদের খেলোয়াড়দের ভাল সুবিধা দেওয়ার জন্য অর্থ তাদের হাতে নেই, নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা এটি।অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন “আমাদের ক্রীড়াবিদদের মৌলিক সুযোগ-সুবিধা দিতে পারি না কিন্তু আশা করি তারা রাষ্ট্র/জাতির জন্য পদক জিতবে।” এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে বরখাস্ত করা হোক।শিবসেনা সাংসদ পুরো ঘটনার ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যতকান্ড যোগী রাজ্যে, শৌচাগারে রাখা খাবার দেওয়া হল কাবাডি খেলোয়াড়দের, ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধীরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: যতকাণ্ড যোগী রাজ্যে, একের পর এক মিথ্যা মামলা, জেরবার তপশিলী  পরিবার আবেদন করল স্বেচ্ছামৃত্যুর

 

পুবের কলম ওয়েবডেস্ক: যতকান্ড যোগী রাজ্যে। শৌচাগারের মেঝেতে রাখা ডাল, ভাত, সব্জীর পাত্র। সেখান থেকেই খাবার তুলে নিচ্ছেন কাবাডি খেলোয়াড়রা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উঠেছে বিতর্কের ঝড়। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত হয় তিনদিনের  রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কবাডি টুর্নামেন্ট। যেখানে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন।   সাহারানপুরের ডঃ ভীমরাও স্পোর্টস স্টেডিয়ামের একটি টয়লেট কমপ্লেক্সের মেঝেতে রাখা  সেই খাবারের ছবি প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশ সরকার বরখাস্ত করেছে  জেলা ক্রীড়া অধিকর্তাকে।

সাহারানপুর জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং বলেছেন, খেলোয়াড়দের পরিবেশন করা খাবারের বিষয়ে অনিয়ম প্রকাশ্যে এসেছে। যেকারণে জেলা ক্রীড়া অধিকর্তাকে  অনিমেশ সাক্সেনাকে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবং দুই-তিন দিনের মধ্যে একটি রিপোর্টও জমা দেওয়া হবে বলে তিনি জানান।

 

অংশগ্রহণকারী খেলোয়াড়দের অধিকাংশ জানিয়েছেন, ইটের উনুনে  রান্না করার পর বড় একটি থালায় ভাত উঠিয়ে শৌচাগারের গেটের কাছে রাখা হয়। ভাতের থালার কাছেই একটি কাগজের ওপর বেঁচে যাওয়া পুরিও ছিল। সবাইকে সেখান থেকেই দুপুরের খাবার দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক  এক খেলোয়াড় বলেছেন, “উনুন থেকে একটা বড় থালায় ভাত ভর্তি করে এনে তা শৌচাগারের গেটের সামনে রাখা হয়। থালার পাশেই রয়ে যাওয়া পুরি একটি একটা কাগজের উপর রাখা হয়। সেখান থেকেই ভাত নিয়ে খেলোয়াড়দের দুপুরে খেতে দেওয়া হয় ।”

 

অন্যদিকে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিরোধীরাও একহাত নিয়েছে শাসকদল বিজেপিকে। কংগ্রেস নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছে ইউপিতে যারা কাবাডি খেলে তাদের টয়লেটে রাখা খাবার দেওয়া হচ্ছে। বিজেপি সরকার তাদের মিথ্যা প্রচারের জন্য ব্যয় করতে  সমস্ত অর্থ বরাদ্দ রাখে। অথচ  আমাদের খেলোয়াড়দের ভাল সুবিধা দেওয়ার জন্য অর্থ তাদের হাতে নেই, নিন্দনীয় এবং লজ্জাজনক ঘটনা এটি।অন্যদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন “আমাদের ক্রীড়াবিদদের মৌলিক সুযোগ-সুবিধা দিতে পারি না কিন্তু আশা করি তারা রাষ্ট্র/জাতির জন্য পদক জিতবে।” এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে বরখাস্ত করা হোক।শিবসেনা সাংসদ পুরো ঘটনার ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন।