০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আসানসোলে ৩১ নম্বর ওয়ার্ডে টসে ফলাফল, কে জিতলেন? জানুন বিস্তারিত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 63

পুবের কলম ওয়েবডেস্ক : টসের মাধ্যমে জয়ী হলেন আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আশা প্রসাদ। তৃণমূল- বাম প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল নির্ধারিত হল টসের মাধ্যমে রাজ্যের চার পুরনিগমেই সবুজ ঝড়। তার মধ্যেই কিছুটা ব্যতিক্রমী চেহারা দেখা গেল আসানসোলের এই ৩১ নম্বর ওয়ার্ডে।

আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ দোমোহনি রেলকলোনিতে জোর টক্কর তৃণমূল প্রার্থী আশা প্রসাদ এবং বামপ্রার্থী তনুশ্রী রায়ের মধ্যে। দু’জনেই ২,৩৫৮টি করে ভোট পেয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে তারেকের ফাউল, বিপাকে বিএনপি

এরপর দুই প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ার জন্য কমিশন টস করার সিন্ধান্ত নেয়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এইভাবে টস করার পদ্ধতি কমিশনের আছে। আগে টস করা হত ১০ পয়সার কয়েন দিয়ে। এখন তা বদলেছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

কমিশন সূত্রে জানা যাচ্ছে দুই রাজনৈতিক দলের প্রার্থী সমসংখ্যক ভোট পেলে দুটি কাগজে দুই প্রার্থীর নাম লেখা হবে। প্রার্থীদের নাম লেখা ওই কাগজের টুকরো দু’টি একটি বাক্সে রাখা হবে।  এরপর একজন ভোট গণনা কর্মী সেই কাগজ তিলে ধরবেন। তাতে যে প্রার্থীর নাম লেখা থাকবে তাকেই জয়ী ঘোষণা করবে কমিশন।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আসানসোলে ৩১ নম্বর ওয়ার্ডে টসে ফলাফল, কে জিতলেন? জানুন বিস্তারিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : টসের মাধ্যমে জয়ী হলেন আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আশা প্রসাদ। তৃণমূল- বাম প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল নির্ধারিত হল টসের মাধ্যমে রাজ্যের চার পুরনিগমেই সবুজ ঝড়। তার মধ্যেই কিছুটা ব্যতিক্রমী চেহারা দেখা গেল আসানসোলের এই ৩১ নম্বর ওয়ার্ডে।

আসানসোল পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড অর্থাৎ দোমোহনি রেলকলোনিতে জোর টক্কর তৃণমূল প্রার্থী আশা প্রসাদ এবং বামপ্রার্থী তনুশ্রী রায়ের মধ্যে। দু’জনেই ২,৩৫৮টি করে ভোট পেয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনের আগে তারেকের ফাউল, বিপাকে বিএনপি

এরপর দুই প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ার জন্য কমিশন টস করার সিন্ধান্ত নেয়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর এইভাবে টস করার পদ্ধতি কমিশনের আছে। আগে টস করা হত ১০ পয়সার কয়েন দিয়ে। এখন তা বদলেছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

কমিশন সূত্রে জানা যাচ্ছে দুই রাজনৈতিক দলের প্রার্থী সমসংখ্যক ভোট পেলে দুটি কাগজে দুই প্রার্থীর নাম লেখা হবে। প্রার্থীদের নাম লেখা ওই কাগজের টুকরো দু’টি একটি বাক্সে রাখা হবে।  এরপর একজন ভোট গণনা কর্মী সেই কাগজ তিলে ধরবেন। তাতে যে প্রার্থীর নাম লেখা থাকবে তাকেই জয়ী ঘোষণা করবে কমিশন।

আরও পড়ুন:  দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা