১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রর ১৪ দিনের জেল হেফাজত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
  • / 30

পুবের লম ওয়েবডেস্কঃলখিমপুর কাণ্ডে  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। 
শনিবার রাতে ১২ ঘন্টার ম্যারাথন জেরার শেষে তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই তাঁর মেডিকেল টেস্ট হয়। এরপর তাঁকে আদালতে তোলা হলে সেখানে বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 
 
আশিস মিশ্র গ্রেপ্তারের পরে আরও সুর চড়িয়েছেন বিরোধীরা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎয়ের আবেদন জানিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা বলেছেন এই ঘটনায় যেন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেন। 
কারণ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ না করলে সুষ্ঠু তদন্তের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিরোধীরা। 
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ির চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। এই ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়।
বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় তাদের গাড়ির চালক সহ মোট চারজনকে যে হত্যা করা হয়েছে সেই ঘটনা চেপে যাওয়া হচ্ছে।
 
বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে  লখিমপুর যেতে বাধা দেওয়া হয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা  গান্ধিকে প্রথমে সীতাপুরে আটক করা হয় পরে তাঁকে গ্রেফতারও করা হয়।যদিও পরে মুক্তি পান প্রিয়াঙ্কা।
শেষ পর্যন্ত অবশ্য চাপের মুখে পিছু হটে যোগী সরকার।  কংগ্রেস নেতৃত্বকে লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়। 
পাশাপাশি সুপ্রিমকোর্টও লখিমপুরের ঘটনায় যোগী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে।  
 
 

আরও পড়ুন: লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন মন্ত্রী পুত্র আশিস মিশ্র, প্রভাব খাটানোর চেষ্টা হলেই বাতিল হবে জামিন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রর ১৪ দিনের জেল হেফাজত

আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার

পুবের লম ওয়েবডেস্কঃলখিমপুর কাণ্ডে  কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। 
শনিবার রাতে ১২ ঘন্টার ম্যারাথন জেরার শেষে তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই তাঁর মেডিকেল টেস্ট হয়। এরপর তাঁকে আদালতে তোলা হলে সেখানে বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 
 
আশিস মিশ্র গ্রেপ্তারের পরে আরও সুর চড়িয়েছেন বিরোধীরা। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি সহ কংগ্রেস নেতৃত্ব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছেন। রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎয়ের আবেদন জানিয়ে রাহুল ও প্রিয়াঙ্কা বলেছেন এই ঘটনায় যেন রাষ্ট্রপতি হস্তক্ষেপ করেন। 
কারণ কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ না করলে সুষ্ঠু তদন্তের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিরোধীরা। 
গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ির চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। এই ঘটনায় মোট আটজনের মৃত্যু হয়।
বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয় তাদের গাড়ির চালক সহ মোট চারজনকে যে হত্যা করা হয়েছে সেই ঘটনা চেপে যাওয়া হচ্ছে।
 
বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে  লখিমপুর যেতে বাধা দেওয়া হয়। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা  গান্ধিকে প্রথমে সীতাপুরে আটক করা হয় পরে তাঁকে গ্রেফতারও করা হয়।যদিও পরে মুক্তি পান প্রিয়াঙ্কা।
শেষ পর্যন্ত অবশ্য চাপের মুখে পিছু হটে যোগী সরকার।  কংগ্রেস নেতৃত্বকে লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়। 
পাশাপাশি সুপ্রিমকোর্টও লখিমপুরের ঘটনায় যোগী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে।  
 
 

আরও পড়ুন: লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন মন্ত্রী পুত্র আশিস মিশ্র, প্রভাব খাটানোর চেষ্টা হলেই বাতিল হবে জামিন