পরাজিত হয়েও আত্মবিশ্বাসী অশোক ভট্টাচার্য, ‘কমিউনিস্ট দল করি হতাশায় ডুবলে চলবে না’, মন্তব্য শিলিগুড়ির প্রাক্তন মেয়রের

- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্কঃ শিলিগুড়ি পুরনিগমের ভোটে পরাজয় স্বীকার করে নিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে পরাজিত হয়েছেন অশোক ভট্টাচার্য।
ভোটের দিন জয়ের ব্যাপারের আত্মবিশ্বাসী ছিলেন অশোক ভট্টাচার্য। সদ্য স্ত্রী বিয়োগে আবেগপ্রবণ হয়ে ভোট দিতে এসে তিনি জানিয়েছিলেন, তাঁকে এই নির্বাচনে নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভোট দিয়ে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘শিলিগুড়ি পুরবোর্ড গড়বে বামফ্রন্ট।’ কিন্তু ভোটের ফল উলটো কথাই বলল।
রেজাল্ট জানতে পারার পরেই অশোক ভট্টাচার্য বলেন, ‘একটা বিপর্যয় হয়েছে। আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল। সেই ভোট আমাদের কাছে ফেরত আসার বদলে তৃণমূল কংগ্রেসের বাক্সে ঢুকেছে।”
হারের পরেও আত্মবিশ্বাসে ভরপুর এই বর্ষীয়ান কম্যুনিস্ট নেতা বলেন, ‘কমিউনিস্ট দলটা করি তো, হতাশায় ডুবে গেলে হবে না, ঘরে বসে থাকলে হবে না. ঘুরে দাঁড়াতে হবে।’
শিলিগুড়িতে ইতিমধ্যেই গৌতম দেবকে মেয়র করা হবে বলে ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন গৌতম দেব। ৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।