২১ মে ২০২৫, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদের জামিন মঞ্জুর

চামেলি দাস
- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 30
পুবের কলম, ওয়েবডেস্ক: অশোকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আলি খান মাহমুদাবাদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ। বুধবার সুপ্রিম কোর্ট অধ্যাপকের বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করায় অধ্যাপককে গ্রেফতার করা হয়। শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সিট গঠন করতে হবে। আবেদনকারীকে তদন্তে যোগ দেওয়ার এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।সুপ্রিম বেঞ্চ জানিয়েছে: “তদন্তের সুবিধার্থে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।”