০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল থেকেও অবসর অশ্বিনের, নজর বিদেশের লিগে

মারুফা খাতুন
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 247

পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই আলবিদা জানিয়েছিলেন আর বুধবার আইপিএল থেকেও অবসর গ্রহণ করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ দিন সামাজিক মাধ্যমে তিনি এই কথা ঘোষণা করেন।

গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অশ্বিন।সেবার তিনি ৯ ম্যাচে পেয়েছিলেন মাত্র সাতটি উইকেট। পুরো আইপিএল কেরিয়ারে অশ্বিন খেলেছেন ২২১টি ম্যাচ। দখল করেছেন ১৮৭টি উইকেট। আইপিএল থেকে অবসর নেওয়ার পরে অশ্বিনের নজর এখন বিদেশের বিভিন্ন লিগ।

আরও পড়ুন: ছত্তিশগড়ের যুবক মনীশের কাছে হঠাৎই কোহলি, ডিভিলিয়ার্সের ফোন, তারপর……

সামাজিক মাধ্যমে অশ্বিন লিখেছেন, ‘আজ একটি বিশেষ দিন (গণেশ চতুর্থী)। এ দিন একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্কের জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য দেশের ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আগামী দিনে আমার সামনে যা আসবে সেটা উপভোগ করতে চাই।’

আরও পড়ুন: ক্রিকেটকে আলবিদা বেদা কৃষ্ণমূর্তির

অশ্বিন ইঙ্গিত দিয়েছেন, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং আইপিএল থেকে অবসর নেওয়ায় এই তারকা স্পিনারের বিদেশের লিগে খেলতে আর কোনও বাধা রইল না। উল্লেখ্য, ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলছেন।

আরও পড়ুন: ১২ বছর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএল থেকেও অবসর অশ্বিনের, নজর বিদেশের লিগে

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই আলবিদা জানিয়েছিলেন আর বুধবার আইপিএল থেকেও অবসর গ্রহণ করলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ দিন সামাজিক মাধ্যমে তিনি এই কথা ঘোষণা করেন।

গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অশ্বিন।সেবার তিনি ৯ ম্যাচে পেয়েছিলেন মাত্র সাতটি উইকেট। পুরো আইপিএল কেরিয়ারে অশ্বিন খেলেছেন ২২১টি ম্যাচ। দখল করেছেন ১৮৭টি উইকেট। আইপিএল থেকে অবসর নেওয়ার পরে অশ্বিনের নজর এখন বিদেশের বিভিন্ন লিগ।

আরও পড়ুন: ছত্তিশগড়ের যুবক মনীশের কাছে হঠাৎই কোহলি, ডিভিলিয়ার্সের ফোন, তারপর……

সামাজিক মাধ্যমে অশ্বিন লিখেছেন, ‘আজ একটি বিশেষ দিন (গণেশ চতুর্থী)। এ দিন একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্কের জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য দেশের ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আগামী দিনে আমার সামনে যা আসবে সেটা উপভোগ করতে চাই।’

আরও পড়ুন: ক্রিকেটকে আলবিদা বেদা কৃষ্ণমূর্তির

অশ্বিন ইঙ্গিত দিয়েছেন, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং আইপিএল থেকে অবসর নেওয়ায় এই তারকা স্পিনারের বিদেশের লিগে খেলতে আর কোনও বাধা রইল না। উল্লেখ্য, ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলছেন।

আরও পড়ুন: ১২ বছর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০