১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাস কলকাতায় গান্ধিজির মুখের আদলে তৈরি হল অসুরের মুখ, বিতর্ক তুঙ্গে

পুবের কলম ওয়েব ডেস্ক: গান্ধিজির জন্মদিনে চরম লজ্জা !  গান্ধিজির মুখের আদলে তৈরি হল অসুরের মুখ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্গাপুজোকে ঘিরে।

 

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

জাতির জনক মোহনদাস করমচাঁদ  গান্ধিজির ১৫৩ বছরের জন্মদিনে বাংলা তথা কলকাতা এবারে চরম কলঙ্কের মুহূর্তের সাক্ষী হল। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে যাতে দেখা যাচ্ছে দুর্গার ত্রিশুলের নিচে মহিষাসুরের জায়গায় রয়েছে মাথায় টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা পরিহিত গান্ধিজির আদলে তৈরী অসুর মূর্তি। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো করে তীব্র বিতর্কে জড়িয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফ থেকে প্রতিমাটি বদলে দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তবে এই ঘটনার জন্য কোনও পুজো বন্ধ করা হয়নি । বরং পুলিশের তরফ থেকে উৎসবের মরশুমে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের শাসক দল।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাস কলকাতায় গান্ধিজির মুখের আদলে তৈরি হল অসুরের মুখ, বিতর্ক তুঙ্গে

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গান্ধিজির জন্মদিনে চরম লজ্জা !  গান্ধিজির মুখের আদলে তৈরি হল অসুরের মুখ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্গাপুজোকে ঘিরে।

 

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

জাতির জনক মোহনদাস করমচাঁদ  গান্ধিজির ১৫৩ বছরের জন্মদিনে বাংলা তথা কলকাতা এবারে চরম কলঙ্কের মুহূর্তের সাক্ষী হল। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে যাতে দেখা যাচ্ছে দুর্গার ত্রিশুলের নিচে মহিষাসুরের জায়গায় রয়েছে মাথায় টাক, পরণে খাটো ধুতি, চোখে চশমা পরিহিত গান্ধিজির আদলে তৈরী অসুর মূর্তি। খাস কলকাতার বুকে এমন দুর্গাপুজো করে তীব্র বিতর্কে জড়িয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশের তরফ থেকে প্রতিমাটি বদলে দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তবে এই ঘটনার জন্য কোনও পুজো বন্ধ করা হয়নি । বরং পুলিশের তরফ থেকে উৎসবের মরশুমে যাতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে । তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা জানিয়েছে রাজ্যের শাসক দল।