৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে কল মহাকুম্ভ’ অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১৪, আহত ৫০

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 38

 

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন, আহত ৫০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

শুক্রবার গভীর রাতে সাতনা জেলায় মাতা সবরীর মন্দিরের ‘কল মহাকুম্ভ’ অনুষ্ঠান থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের তিনটি বাসে ধাক্কা মারে ট্রাক । তার জেরেই প্রাণ হারান ১৪ জন । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। পুরো ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইট বার্তায় অমিত শাহ লেখেন
সিধির পথ দুর্ঘটনা অন্তত দু:খের বিষয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি”

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ


গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

অন্যদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং ট্যুইট বার্তায় লেখেন, “দুর্ঘটনায় আহত এবং নিহতরা সকলেই কল মহাকুম্ভে যোগ দিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠান আয়োজনের ভার ছিল মধ্যপ্রদেশ সরকারের। আর তাই দুর্ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত নিহতদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।”

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে কল মহাকুম্ভ’ অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত কমপক্ষে ১৪, আহত ৫০

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন, আহত ৫০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলায়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

শুক্রবার গভীর রাতে সাতনা জেলায় মাতা সবরীর মন্দিরের ‘কল মহাকুম্ভ’ অনুষ্ঠান থেকে ফেরার সময় তীর্থযাত্রীদের তিনটি বাসে ধাক্কা মারে ট্রাক । তার জেরেই প্রাণ হারান ১৪ জন । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। পুরো ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ট্যুইট বার্তায় অমিত শাহ লেখেন
সিধির পথ দুর্ঘটনা অন্তত দু:খের বিষয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিন । আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি”

আরও পড়ুন: মহেশতলায় ট্রাকের তলায় ১১ বছরের কিশোর, এলাকায় বিক্ষোভ


গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

অন্যদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগবিজয় সিং ট্যুইট বার্তায় লেখেন, “দুর্ঘটনায় আহত এবং নিহতরা সকলেই কল মহাকুম্ভে যোগ দিতে গিয়েছিলেন। এই অনুষ্ঠান আয়োজনের ভার ছিল মধ্যপ্রদেশ সরকারের। আর তাই দুর্ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত নিহতদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া।”