০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মিজোরামে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৪, আহত আরও অনেকে

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার
  • / 94

পুবের কলম ওয়েব ডেস্ক: মিজোরামে তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন। উক্ত ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক মহিলা সহ আরও বেশ কয়েক জনের। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিজোরামের রাজধানী আইজলের কাছে তুইরাল এলাকা।

 

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

স্থানীয় সূত্রের খবর, অয়েল ট্যাঙ্কারটি যখন সন্ধ্যে ছটা নাগাদ চাম্পাই এর দিকে যাচ্ছিল, তখনই এই ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক ডজন মানুষ এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

 

আরও পড়ুন: পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২

ঘটনাটি স্থানীয়দের চক্ষুগোচর হতেই, আহতদের গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বেশ কয়েকজন ঘটনাস্থলেই শেষ নিশ্বাস ত্যাগ করে। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা।

 

মিজোরামের পুলিশ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে আইজল থেকে প্রায় ১৮ কিলোমিটার দুরে। প্রায় ২২ হাজার লিটার পেট্রল ভর্তি ওই তেলের ট্যাঙ্কারটি নিয়ে যাওয়া হচ্ছিল মিজোরামের উত্তর পূর্ব এলাকার চম্পাইতে।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই এলাকায় জাতীয় সড়কে ট্যাঙ্কারটি উলটে যায়। তাতে আগুন লাগে সন্ধ্যা ছটা নাগাদ। ওই ট্যাঙ্কার উলটে যাওয়ার পরেই এলাকার লোকজন তেল সংগ্রহ করতে ভিড় জমান। সেই সময়ই ঘটে বিপত্তি।

 

এটা কি শুধুই দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে বড় কোনও চক্রান্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তেলের ট্যাঙ্কারে কি করে আগুন লাগলো টাও খতিয়ে দেখছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মিজোরামে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত কমপক্ষে ৪, আহত আরও অনেকে

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মিজোরামে তেলের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন। উক্ত ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক মহিলা সহ আরও বেশ কয়েক জনের। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মিজোরামের রাজধানী আইজলের কাছে তুইরাল এলাকা।

 

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

স্থানীয় সূত্রের খবর, অয়েল ট্যাঙ্কারটি যখন সন্ধ্যে ছটা নাগাদ চাম্পাই এর দিকে যাচ্ছিল, তখনই এই ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও এক ডজন মানুষ এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

 

আরও পড়ুন: পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২

ঘটনাটি স্থানীয়দের চক্ষুগোচর হতেই, আহতদের গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বেশ কয়েকজন ঘটনাস্থলেই শেষ নিশ্বাস ত্যাগ করে। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা।

 

মিজোরামের পুলিশ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে আইজল থেকে প্রায় ১৮ কিলোমিটার দুরে। প্রায় ২২ হাজার লিটার পেট্রল ভর্তি ওই তেলের ট্যাঙ্কারটি নিয়ে যাওয়া হচ্ছিল মিজোরামের উত্তর পূর্ব এলাকার চম্পাইতে।

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই এলাকায় জাতীয় সড়কে ট্যাঙ্কারটি উলটে যায়। তাতে আগুন লাগে সন্ধ্যা ছটা নাগাদ। ওই ট্যাঙ্কার উলটে যাওয়ার পরেই এলাকার লোকজন তেল সংগ্রহ করতে ভিড় জমান। সেই সময়ই ঘটে বিপত্তি।

 

এটা কি শুধুই দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে বড় কোনও চক্রান্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তেলের ট্যাঙ্কারে কি করে আগুন লাগলো টাও খতিয়ে দেখছে পুলিশ।