বাংলাদেশে ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৬০
- আপডেট : ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার
- / 65
পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্ররের ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে খবর মিলেছে। আহত হয়েছে অন্তত ৬০। শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে বাংলালদেশসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য। সকাল ১০ টা বেজে ৮ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু অংশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সূত্রের কনর, বাংলাদেশেই যেহেতু ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশেই হওয়ায় সেখানে জোরাল কম্পন অনুভূত হয়েছে। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলবীবাজারে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি প্রতিবেশী দেশের নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে সকাল ১০:০৮ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হেনেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও আসামের গুয়াহাটিসহ পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।




























