০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ দূর্ঘটনা: বাস -অটো মুখোমুখি সংঘর্ষ মল্লারপুরে নিহত কমপক্ষে এগারো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 73

জাতীয় সড়কে এদিকদিক ছড়িয়ে দেহ ছবিঃ তথাগত চক্রবর্তী

দেবশ্রী মজুমদার,  মল্লারপুর: ভয়াবহ  দূর্ঘটনায় মল্লারপুরে মৃত চালক সহ মোট এগারোজন। মঙ্গলবার বিকেলে ধানপুঁতে অটোয় বাড়ি ফিরছিলেন  মল্লারপুরের কাষ্ঠগড়া পঞ্চায়েতের দশজন আদিবাসী।  কিন্তু আর ফেরা হলো না। এক ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়েই ঘটনাস্থলে মৃত্যু হল সবার। এদিন সকাল থেকে ঝির ঝির বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইছে। তার মধ্যে সরকারি বাসের সামনে হঠাৎ  অটো চলে আসায় অটোটি দূর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

ভয়াবহ দূর্ঘটনা: বাস -অটো মুখোমুখি সংঘর্ষ মল্লারপুরে নিহত কমপক্ষে এগারো

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

 

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

দূর্ঘটনার মাত্রা এত ভয়াবহ  যে মৃতদেহ  জাতীয় সড়কের  উপর ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।জানা গেছে, সরকারি বাসের সঙ্গে  অটোর মুখোমুখি সংর্ঘষের জেরে অটোর চালক সহ মৃত এগারো জন।প্রত্যক্ষদর্শীদের মতে, মল্লারপুরের কাছে কাষ্টগড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামের জনা দশেক আদিবাসী বাইরে ধানপুঁতে অটোতে বাড়ি ফিরছিল। যাদের মধ্যে অধিকাংশ মহিলা শ্রমিক। সেই সময় মল্লারপুর জয়রাম সেতু পেরিয়ে তেলডা সেতু ঢোকার মুখে রাণীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের উপর একটি সরকারি দক্ষিণবঙ্গ রুটের  সিউড়ী থেকে রামপুরহাট অভিমুখের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোর চালক সহ মোট এগারো জন মারা যায় বলে খবর।  পুরো অটো দুমড়ে মুচড়ে বাসের সম্মুখভাগে আঁটকে যাওয়ার ফলে বেশ কিছু মৃতদেহ  অটোর মধ্যে আঁটকে থাকতে পারে। রাস্তার উপরে রক্ত, মাথার অংশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুর থানার পুলিশ, দমকল। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়াবহ দূর্ঘটনা: বাস -অটো মুখোমুখি সংঘর্ষ মল্লারপুরে নিহত কমপক্ষে এগারো

আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার,  মল্লারপুর: ভয়াবহ  দূর্ঘটনায় মল্লারপুরে মৃত চালক সহ মোট এগারোজন। মঙ্গলবার বিকেলে ধানপুঁতে অটোয় বাড়ি ফিরছিলেন  মল্লারপুরের কাষ্ঠগড়া পঞ্চায়েতের দশজন আদিবাসী।  কিন্তু আর ফেরা হলো না। এক ভয়াবহ দূর্ঘটনার কবলে পড়েই ঘটনাস্থলে মৃত্যু হল সবার। এদিন সকাল থেকে ঝির ঝির বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইছে। তার মধ্যে সরকারি বাসের সামনে হঠাৎ  অটো চলে আসায় অটোটি দূর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।

ভয়াবহ দূর্ঘটনা: বাস -অটো মুখোমুখি সংঘর্ষ মল্লারপুরে নিহত কমপক্ষে এগারো

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

 

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

দূর্ঘটনার মাত্রা এত ভয়াবহ  যে মৃতদেহ  জাতীয় সড়কের  উপর ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।জানা গেছে, সরকারি বাসের সঙ্গে  অটোর মুখোমুখি সংর্ঘষের জেরে অটোর চালক সহ মৃত এগারো জন।প্রত্যক্ষদর্শীদের মতে, মল্লারপুরের কাছে কাষ্টগড়া পঞ্চায়েতের পারকান্দি গ্রামের জনা দশেক আদিবাসী বাইরে ধানপুঁতে অটোতে বাড়ি ফিরছিল। যাদের মধ্যে অধিকাংশ মহিলা শ্রমিক। সেই সময় মল্লারপুর জয়রাম সেতু পেরিয়ে তেলডা সেতু ঢোকার মুখে রাণীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের উপর একটি সরকারি দক্ষিণবঙ্গ রুটের  সিউড়ী থেকে রামপুরহাট অভিমুখের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোর চালক সহ মোট এগারো জন মারা যায় বলে খবর।  পুরো অটো দুমড়ে মুচড়ে বাসের সম্মুখভাগে আঁটকে যাওয়ার ফলে বেশ কিছু মৃতদেহ  অটোর মধ্যে আঁটকে থাকতে পারে। রাস্তার উপরে রক্ত, মাথার অংশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুর থানার পুলিশ, দমকল। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস