পুবের কলম প্রতিবেদক: জেলায় জেলায় অনুত্তীর্ণ পড়ুয়াদের সমস্যা সমাধানে এবার এগিয়ে এল রাজ্য সরকার। উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা জেলা শাসকদের কাছে কোনও স্কুলে কত পড়ুয়া অনুত্তীর্ণ রয়েছে তার তালিকা চাওয়া হয়েছে। দ্রুত ওই তালিকা যাতে সংসদের দফতরে জমা দেওয়া সেই নির্দেশিকাও পাঠানো হয়েছে। এই কাজে জেলা স্কুল পরিদর্শক, এসডিও, বিডিওরা যাতে সব রকম সহযোগিতা করে দ্রুত তথ্য সংসদে পাঠান তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
উচ্চ মাধ্যমিকের অনুত্তীর্ণদের নিয়ে কড়া নজর রাখছে স্কুল শিক্ষা দফতর। সোমবার স্কুল শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন এক বিবৃত্তিতে জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অনুত্তীর্ণ হওয়া পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্কুলে স্কুলে বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের সঙ্গে শিক্ষা দফতরও সব রকম সহযোগিতা করছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দফতর। বিভিন্ন স্কুলে অবস্থান ও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এবার ছাত্রছাত্রীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ে জেলাশাসকদেরও দৃষ্টি আকর্ষণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
যে যে স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছেন, সেই স্কুলে এসডিও– বিডিওদের স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের পাশাপাশি এসডিও, বিডিওরা যাতে শিক্ষা দফতরে রিপোর্ট জানায় সেদিকেও নজর রাখতে হবে। ইতিমধ্যে মু্খ্যসচিব গোটা ঘটনায় পর্যালোচনা করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ মহুয়া দাস এবং উচ্চ শিক্ষা সংসদের সচিবদের সঙ্গে।


























