১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জানেন কি গোটা দেশে কত জনের দিন কাটছে জেলে! দেখুন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 32

পুবের কলম ওয়েব ডেস্ক : ২০২০ সালে দেশব্যাপী ৪.৮৩ লাখ ভারতীয় জেলবন্দি ছিল । যার মধ্যে ৭৬ % অভিযুক্তরা এখনও বিচারাধীন । ২৩% অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন জেলে ৩,৫৪৯ এমনও বন্দি আছে যাদের জেল হেফাজতে রাখা হয়েছে। শুধু দেশের নয়, অন্য দেশেরও ৪,৯২৬ জন জেলে বন্দি আছে ।
এনসিআরবি সূত্র অনুসারে , জেলেবন্দি বেশির ভাগ অভিযুক্তদের গড় বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে । যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের গড় বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে । রিপোর্ট অনুযায়ী সমস্ত বন্দীর মধ্যে ১.১১ লাখ বন্দি দোষী সাব্যস্ত হয়েছে । ৩.৬৮ লাখ বন্দী এখনও বিচারাধীন আছে । ছবি : প্রতীকী

আরও পড়ুন: পাঁচটি জন্মদিন জেলের অন্ধকারে, এআই থেকে উমর খালিদের জন্য এল আশার বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জানেন কি গোটা দেশে কত জনের দিন কাটছে জেলে! দেখুন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক : ২০২০ সালে দেশব্যাপী ৪.৮৩ লাখ ভারতীয় জেলবন্দি ছিল । যার মধ্যে ৭৬ % অভিযুক্তরা এখনও বিচারাধীন । ২৩% অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, দেশের বিভিন্ন জেলে ৩,৫৪৯ এমনও বন্দি আছে যাদের জেল হেফাজতে রাখা হয়েছে। শুধু দেশের নয়, অন্য দেশেরও ৪,৯২৬ জন জেলে বন্দি আছে ।
এনসিআরবি সূত্র অনুসারে , জেলেবন্দি বেশির ভাগ অভিযুক্তদের গড় বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে । যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের গড় বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে । রিপোর্ট অনুযায়ী সমস্ত বন্দীর মধ্যে ১.১১ লাখ বন্দি দোষী সাব্যস্ত হয়েছে । ৩.৬৮ লাখ বন্দী এখনও বিচারাধীন আছে । ছবি : প্রতীকী

আরও পড়ুন: পাঁচটি জন্মদিন জেলের অন্ধকারে, এআই থেকে উমর খালিদের জন্য এল আশার বার্তা