দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের উপর হামলার নিন্দা, শাস্তির দাবি

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক : সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে একদল দুষ্কৃতীর হাতে নির্মম হামলার শিকার হয়েছেন কয়েকজন গরু ব্যবসায়ী। দিন কয়েক আগে বাঁকুড়া জেলার আশুরিয়া হাট থেকে গরু কিনে ট্রাকযোগে বাড়ি ফেরার পথে দুর্গাপুর ব্যারেজের কাছে তাদের উপর এই হামলা চালানো হয়।
অভিযোগ, দুষ্কৃতীরা ওই মুসলিম গরু ব্যবসায়ীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তাদের গলায় দড়ি পেঁচিয়ে টানা হিঁচড়া করা হয়, কান ধরে উঠবস করানো হয় এবং জোর করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়। হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধও রেহাই পাননি। খবরে প্রকাশ, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী।
এই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর প্রদেশ, হরিয়ানা ও ছত্রিশগড়ের মতো রাজ্যগুলোতে গোরক্ষার নামে যে ধরনের ঘটনা ঘটত, এখন পশ্চিমবঙ্গেও তার পুনরাবৃত্তি ঘটছে। রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল সক্রিয় বলেও মন্তব্য করা হয়েছে।
জমিয়তে উলামার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকারও আবেদন জানানো হয়েছে।