অস্ট্রেলিয়া দুহাত ভরে আমায় উপহার দিয়েছে: বিরাট
- আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
- / 96
পুবের কলম, ওয়েবডেস্ক: দুটো পরপর ম্যাচে শূন্য রানে ফিরে গেলেও তিনি যে বিরাট কোহলি সেটা বুঝিয়ে দিয়েছেন সিডনিতে। শেষ ম্যাচে ঠিক নিজের তাসটা খেলে দিয়েছেন কোহলি। অবসরের ব্যাপারে কোনও কিছু জানাননি তিনি।
তবে তিনি এটা জানিয়েছেন, ‘ অতলে পড়ে গিয়ে ফের উঠে এসেছি। তুমি অনেক রান করেছো, কিন্তু সঠিক মুহূর্তে তোমার রান শূন্য, এটা কেউই মেনে নিতে পারে না। আমিও মেনে নিতে পারছিলাম না। অবশেষে শূন্য থেকে উঠে এসে ভালো লাগছে। ছন্দ খুঁজে পাওয়াটা খুব কঠিন।
রোহিত যখন ব্যাট করছিল, স্ট্রাইক রেট বেশ ভালো ছিল। আমার পক্ষেও ব্যাট করতে সুবিধে হয়েছে। রোহিতের সঙ্গে ভালো একটা পার্টনারশিপ গঢ়ে তুলতে পেরেছি। এটাতে আমি নিশ্চিùতভাবেই বেশ খুশি।’ রোহিতের সঙ্গে নিজের জুটি নিয়ে বলতে গিয়ে বিরাট বলেন, ‘আমরা দুজনেই এই ধরনের ম্যাচের নাড়ির গতি বুঝি। যখন দুজনে ব্যাট করি, তখন জানি কীভাবে সামলাতে হয়। রোহিতের সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে।’
অস্ট্রেলিয়ায় এটা কি তাঁর শেষ সিরিজ? সে বিষয়ে অবশ্য কিছু জানাননি বিরাট। শুধু এটা বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দারুণ লাগে। যতবার আসি নতুন হয়ে আসি। এই মাটিতে বহু সেরা ইনিংস খেলেছি। তাই অস্ট্রেলিয়ায় এলে একটু নস্ট্যালজিক হয়ে পড়ি। কখনও এখানে সমর্থন কম পাই নি। অস্ট্রেলিয়ার মানুষ আমাকে প্রচুর ভালোবাসা উপহার দিয়েছে। এই ইনিংস অনেক কিছু উপহার দিয়ে গেল আমাকে।

















































