০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর এই দুই দল বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে। তবে পাকিস্তানের মাটিতে নয়। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় দুই যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে চলেছে অজিরা।এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটে আলাদা বিবৃতিতে ওই সফরের সূচি প্রকাশ করেছে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চে পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে বহু কাঙ্ক্ষিত এই সিরিজ।

ওই সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। লাল বলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের। একটি টি-২০ ম্যাচও খেলবে তারা। ম্যাচগুলো হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে । আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ ও লাহোর টেস্ট ২১ মার্চ। প্রথমটি ওয়ানডে হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-২০ ম্যাচটি হবে ৫ এপ্রিল। টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কোভিড-১৯ প্রোটোকল এসব নিয়ে আলোচনার জন্য পিসিবি কর্মকর্তা ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ৮ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৯৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর এই দুই দল বহুবার একে অপরের মুখোমুখি হয়েছে। তবে পাকিস্তানের মাটিতে নয়। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় দুই যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে চলেছে অজিরা।এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইটে আলাদা বিবৃতিতে ওই সফরের সূচি প্রকাশ করেছে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চে পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে বহু কাঙ্ক্ষিত এই সিরিজ।

ওই সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। লাল বলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের। একটি টি-২০ ম্যাচও খেলবে তারা। ম্যাচগুলো হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে । আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ ও লাহোর টেস্ট ২১ মার্চ। প্রথমটি ওয়ানডে হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-২০ ম্যাচটি হবে ৫ এপ্রিল। টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কোভিড-১৯ প্রোটোকল এসব নিয়ে আলোচনার জন্য পিসিবি কর্মকর্তা ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে।