টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত
- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 243
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ডের মধ্যে চলতি টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। বিশ্বের বিভিন্ন জায়গায় চলতে থাকা বা সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তালিকা প্রকাশ করল আইসিসি। বেন স্টোকসদের কাছে প্রথম টেস্ট হেরে যাওয়ার সুবাদে ভারত তালিকার পিছন দিকে রয়েছে।
এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারপরেই রয়েছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচ জেতায় তাদের সাফ্যলের হার ১০০ শতাংশ। বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ ১-০ জিতে শ্রীলঙ্কা রয়েছে তিন নম্বর স্থানে। এই সিরিজে একটা ম্যাচ ড্র করে বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এই পর্বে এখনও পর্যন্ত একটিই টেস্ট খেলেছে ভারত। যেটিতে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে টিম ইন্ডিয়া বর্তমানে রয়েছে পঞ্চম স্থানে। এই সিরিজে এখনও বাকি রয়েছে চারটি টেস্ট। ফলে ভারতের সামনে রয়েছে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্বে খেলা শুরু করেনি।





















































