৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের

চামেলি দাস
  • আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
  • / 128

পুবের কলম ওয়েব ডেস্ক: লন্ডনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন। এ দিনের খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন।

পাশাপাশি দু’ দলের ক্রিকেটাররা এ দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। পাশাপাশি এদিন ইংল্যান্ডেই ভারত ও ভারতীয় ‘ এ ‘ দলের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের আগেও দু ‘ দলের ক্রিকেটাররা নীরবতা পালন করেন।

আরও পড়ুন: বাংলাদেশে কীভাবে বিমান দুর্ঘটনা? খতিয়ে দেখবে সরকার জানালেন আইনি উপদেষ্টা নজরুল

প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই মাটিতে আছড়ে পরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু মেম্বার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৬ রান করেছে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

 

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স ভারতেই আছে: রামমোহন নাইডু

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের

আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: লন্ডনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন। এ দিনের খেলা শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন।

পাশাপাশি দু’ দলের ক্রিকেটাররা এ দিন কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন। পাশাপাশি এদিন ইংল্যান্ডেই ভারত ও ভারতীয় ‘ এ ‘ দলের মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের আগেও দু ‘ দলের ক্রিকেটাররা নীরবতা পালন করেন।

আরও পড়ুন: বাংলাদেশে কীভাবে বিমান দুর্ঘটনা? খতিয়ে দেখবে সরকার জানালেন আইনি উপদেষ্টা নজরুল

প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরেই মাটিতে আছড়ে পরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু মেম্বার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৬ রান করেছে।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

 

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনায় উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স ভারতেই আছে: রামমোহন নাইডু