১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দাম্পত্যের বয়স ১৫, সন্দেহের বশে স্ত্রীর মাথা কাটল স্বামী

সামিমা এহসানা
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 22

পুবের কলম ওয়েব ডেস্ক: ১৫ বছরের দাম্পত্যের গায়ে কালি দিয়ে স্ত্রীর মাথা কেটে হত্যা করল হায়দরাবাদের এক স্বামী। বিজয় নামে ওই অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহের বশে আগেও স্ত্রী পুস্পলতা(৪১)কে মারধর করত সে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল মৃতা। নিজের বোনের ফ্ল্যাট পরিস্কার করার ছুতোয় পুস্পলতাকে ডেকে পাঠিয়েছিল সে। এরপর সুযোগ বুঝে কুপিয়ে খুন করার পর তার মাথা কেটে রেখে দিয়ে আসে ফাঁকা ফ্ল্যাটে। কিন্তু বিজয় যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার জামা ছিল রক্তাক্ত। এলাকার মানুষজন সেটা দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার দু’দিন আগে নতুন ছুরি কেনে অভিযুক্ত। স্ত্রীকে খুন করার জন্যেই সেটি কেনা হয়। ওই দম্পতির ২ সন্তানও রয়েছে। এর আগে একবার পরিবারকে ছেড়ে পালিয়ে গেছিল বিজয়। সম্প্রতি বিউটি পার্লারে কাজ শেখা শুরু করে পুস্পলতা। বিজয় মনে করত, পুস্পলতা তাকে ঠকাচ্ছে। সন্দেহের বশেই সে খুন করে বসে স্ত্রীকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাম্পত্যের বয়স ১৫, সন্দেহের বশে স্ত্রীর মাথা কাটল স্বামী

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ১৫ বছরের দাম্পত্যের গায়ে কালি দিয়ে স্ত্রীর মাথা কেটে হত্যা করল হায়দরাবাদের এক স্বামী। বিজয় নামে ওই অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহের বশে আগেও স্ত্রী পুস্পলতা(৪১)কে মারধর করত সে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছিল মৃতা। নিজের বোনের ফ্ল্যাট পরিস্কার করার ছুতোয় পুস্পলতাকে ডেকে পাঠিয়েছিল সে। এরপর সুযোগ বুঝে কুপিয়ে খুন করার পর তার মাথা কেটে রেখে দিয়ে আসে ফাঁকা ফ্ল্যাটে। কিন্তু বিজয় যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন তার জামা ছিল রক্তাক্ত। এলাকার মানুষজন সেটা দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনার দু’দিন আগে নতুন ছুরি কেনে অভিযুক্ত। স্ত্রীকে খুন করার জন্যেই সেটি কেনা হয়। ওই দম্পতির ২ সন্তানও রয়েছে। এর আগে একবার পরিবারকে ছেড়ে পালিয়ে গেছিল বিজয়। সম্প্রতি বিউটি পার্লারে কাজ শেখা শুরু করে পুস্পলতা। বিজয় মনে করত, পুস্পলতা তাকে ঠকাচ্ছে। সন্দেহের বশেই সে খুন করে বসে স্ত্রীকে।