১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির সুন্দরবনে

চামেলি দাস
  • আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 259

পুবের কলম, ওয়েবডেস্ক : শুক্রবার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল ।এদিন উপস্থিত প্রায় সব বক্তাদের মুখেই অভিযোগকারী পাওয়া যায় না বলে প্রশ্ন তোলা হয়।  অভিযোগকারীর নিরাপত্তা নিয়েও এদিন প্রশ্ন তোলা হয়। শুক্রবার  শিবিরে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মন্দির বাজারের সি.আই তিতাস মিত্র, ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়, পাথরপ্রতিমার সিডিপিও সঞ্জয় সাহা সহ আরও অনেকে।

আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড় নিষিদ্ধ, বিতর্কে প্রত্যাহার নির্দেশ

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন সোনমের, অন্যদিকে ১৬ বছর ধরে স্বামীর ছবি বুকে আগলে অপেক্ষায় সন্ধ্যাদেবী

মূলত অল্প বয়সে বিবাহ বন্ধের উপর জোর দেওয়া হয়  এদিনের শিবিরে।এছাড়া পকসো আইনের সুফল এবং কুফল নিয়ে আলোচনা করা হয়।নাবালিকা মেয়েদের ওপর অত্যাচার, ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের বিষয়ে আলোকপাত করা হয়।এদিন বিধায়ক সমীর কুমার জানা বলেন, “পাথরপ্রতিমা ব্লকের কোথাও যদি অভিযোগকারীর ওপরে হুমকি আসে, তাহলে তিনি দায়িত্ব নিয়ে তাঁর পাশে থাকবেন। এদিনের অনুষ্ঠানে চাইল্ড লাইন সংগঠনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবের বিভিন্ন প্রতিনিধি, আইসিডিএস কর্মী এবং স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রতিনিধিরা।

আরও পড়ুন: বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মল্লকুস্তি!

আরও পড়ুন: সুন্দরবনে জাল জন্ম শংসাপত্র কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েতের এক অস্থায়ীকর্মী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির সুন্দরবনে

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক : শুক্রবার সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবে শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির হয়ে গেল ।এদিন উপস্থিত প্রায় সব বক্তাদের মুখেই অভিযোগকারী পাওয়া যায় না বলে প্রশ্ন তোলা হয়।  অভিযোগকারীর নিরাপত্তা নিয়েও এদিন প্রশ্ন তোলা হয়। শুক্রবার  শিবিরে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, মন্দির বাজারের সি.আই তিতাস মিত্র, ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়, পাথরপ্রতিমার সিডিপিও সঞ্জয় সাহা সহ আরও অনেকে।

আরও পড়ুন: ফুটবল টুর্নামেন্টে মুসলিম খেলোয়াড় নিষিদ্ধ, বিতর্কে প্রত্যাহার নির্দেশ

আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন সোনমের, অন্যদিকে ১৬ বছর ধরে স্বামীর ছবি বুকে আগলে অপেক্ষায় সন্ধ্যাদেবী

মূলত অল্প বয়সে বিবাহ বন্ধের উপর জোর দেওয়া হয়  এদিনের শিবিরে।এছাড়া পকসো আইনের সুফল এবং কুফল নিয়ে আলোচনা করা হয়।নাবালিকা মেয়েদের ওপর অত্যাচার, ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচারের বিষয়ে আলোকপাত করা হয়।এদিন বিধায়ক সমীর কুমার জানা বলেন, “পাথরপ্রতিমা ব্লকের কোথাও যদি অভিযোগকারীর ওপরে হুমকি আসে, তাহলে তিনি দায়িত্ব নিয়ে তাঁর পাশে থাকবেন। এদিনের অনুষ্ঠানে চাইল্ড লাইন সংগঠনের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দিগম্বরপুর অঙ্গীকার ক্লাবের বিভিন্ন প্রতিনিধি, আইসিডিএস কর্মী এবং স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রতিনিধিরা।

আরও পড়ুন: বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মল্লকুস্তি!

আরও পড়ুন: সুন্দরবনে জাল জন্ম শংসাপত্র কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েতের এক অস্থায়ীকর্মী