পুবের কলম ওয়েবডেস্ক: সমাজবাদী পার্টির জ্যেষ্ঠ নেতা ও প্রাক্তন সাংসদ আজম খান অবশেষে মুক্তি পেলেন উত্তর প্রদেশের সীতাপুর জেল থেকে। প্রায় দুই বছর বন্দি থাকার পর মঙ্গলবার তিনি জেল থেকে বেরিয়ে আসেন।
তাঁর মুক্তি সম্ভব হয়েছে সব অমীমাংসিত মামলা নিষ্পত্তি হওয়ার পর, যার মধ্যে ছিল বহুল আলোচিত ‘কোয়ালিটি বার’ জমি দখলের মামলা।জেল থেকে বেরিয়ে এসে আজম খান সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাইকে ধন্যবাদ। যারা আমার পাশে থেকেছেন, তাঁদের জন্য রইল আশীর্বাদ।”
জেল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা বিপুল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসেন প্রবীণ এই নেতা। কিন্তু মুক্তির পর তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড কোন পথে এগোবে, সেটাই এখন বড় প্রশ্ন।





























