০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে কোহলির ছুটি চাওয়া নিয়ে প্রশ্ন আজহারের

মাসুদ আলি
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 63

আগেরদিন ভারতের নতুন সীমিত ওভার ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না।তার ঠিক একদিন পর ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি নাকি ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন।

একই সময়ে এই দুজনের ভিন্ন দুই সংস্করণে না থাকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একই প্রশ্ন জেগেছে ভারতের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের মনেও। তাঁর মতে, এভাবে এই সিরিজে ভিন্ন ফর্ম্যাটে দুই অধিনায়কের অনুপস্থিতি থাকায় দুজনের মধ্যেকার দ্বন্দ্বের গুঞ্জন বেড়ে চলেছে।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

গত সোমবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা।’ তার ঠিক পরের দিন সংবাদমাধ্যম এএনআই বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে জানুয়ারিতে ছুটি চেয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। রোহিতের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরদিনই ওয়ানডে সিরিজ থেকে কোহলির ছুটি চাওয়ার বিষয়টি তাই মেনে নিতে পারছেন না অনেকে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

গত কয়েক বছরে বিভিন্ন সময়ে উঠে এসেছে দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে দ্বন্দ্বের খবর। গুঞ্জন ছড়িয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের অধিনায়ক হওয়া নিয়ে তার সঙ্গে দূরত্ব বেড়েছে কোহলির। এ বিষয়ে ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলা এই ক্রিকেটার আজহারউদ্দিন এদিন টুইটারে লেখেন, ‘ পুরো ব্যাপারটি এই দুজনের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি আরও জোরাল করবে। বিরাট কোহলি জানিয়েছেন যে, তিনি ওয়ানডে সিরিজে খেলবেন না এবং রোহিত শর্মাকে আসছে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। বিরতি নেওয়াতে ক্ষতি নেই তবে টাইমিংটা ভালো হতে হবে। এটি শুধু রোহিত ও কোহলির মধ্যে সম্পর্কে ফাটলের গুঞ্জনকেই প্রমাণ করে।’

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে কোহলির ছুটি চাওয়া নিয়ে প্রশ্ন আজহারের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

আগেরদিন ভারতের নতুন সীমিত ওভার ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দেন, চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না।তার ঠিক একদিন পর ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি নাকি ওয়ানডে সিরিজ থেকে ছুটি চেয়েছেন।

একই সময়ে এই দুজনের ভিন্ন দুই সংস্করণে না থাকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একই প্রশ্ন জেগেছে ভারতের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের মনেও। তাঁর মতে, এভাবে এই সিরিজে ভিন্ন ফর্ম্যাটে দুই অধিনায়কের অনুপস্থিতি থাকায় দুজনের মধ্যেকার দ্বন্দ্বের গুঞ্জন বেড়ে চলেছে।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

গত সোমবার এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা।’ তার ঠিক পরের দিন সংবাদমাধ্যম এএনআই বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটাতে জানুয়ারিতে ছুটি চেয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। রোহিতের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরদিনই ওয়ানডে সিরিজ থেকে কোহলির ছুটি চাওয়ার বিষয়টি তাই মেনে নিতে পারছেন না অনেকে।

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

গত কয়েক বছরে বিভিন্ন সময়ে উঠে এসেছে দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে দ্বন্দ্বের খবর। গুঞ্জন ছড়িয়েছে, সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের অধিনায়ক হওয়া নিয়ে তার সঙ্গে দূরত্ব বেড়েছে কোহলির। এ বিষয়ে ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলা এই ক্রিকেটার আজহারউদ্দিন এদিন টুইটারে লেখেন, ‘ পুরো ব্যাপারটি এই দুজনের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি আরও জোরাল করবে। বিরাট কোহলি জানিয়েছেন যে, তিনি ওয়ানডে সিরিজে খেলবেন না এবং রোহিত শর্মাকে আসছে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। বিরতি নেওয়াতে ক্ষতি নেই তবে টাইমিংটা ভালো হতে হবে। এটি শুধু রোহিত ও কোহলির মধ্যে সম্পর্কে ফাটলের গুঞ্জনকেই প্রমাণ করে।’

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা