সেমিতে কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর
- আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রতিটা ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। স্বাভাবিকভাবে শেষ চারের লড়াইয়েও অজিদের বিরুদ্ধে জেতার ব্যাপারে হট ফেভারিট বাবর আজমের দল। চলতি বিশ্বকাপে পাক দলের প্রতিটা ক্রিকেটার দারুণ ফর্মে।ব্যাট হাতে তুখোড় ফর্মে রয়েছেন খোদ পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
পাঁচ ম্যাচের মধ্যে করেছেন চারটিতে হাফ সেঞ্চুরি। সেমিফাইনালের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর ৫৬ রান করতে পারলেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন তিনি। টি-২০ বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান কোহলির। ২০১৪ সালের বিশ্বকাপে ৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩১৯ রান করেছিলেন কোহলি। চলতি বিশ্বকাপে বাবরের আজমের সংগ্রহ ২৬৪ রান। আর ৫৬ রান করলে তিনি কোহলিকে পিছনে ফেলবেন। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালের বিশ্বকাপে ৭ ইনিংসে তার সংগ্রহ ৩১৭ রান