০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের সাফল্যে গ্যালারিতে কাঁদলেন বাবরের বাবা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
  • / 118

পুবের কলম ওয়েবডেস্ক ঃ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের জন্য ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছে।  কোনওদিন ইমরান  খান, ওয়াসিম আক্রমরা যা করতে পারেননি–  বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেটাই করে দেখিয়েছেন বাবর আজম।

রবিবার গ্যালারিতে  উপস্থিত ছিলেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকি। পাকিস্তানের জয়ের মুহূর্তে আশেপাশের পাক সমর্থকেরা যখন  আজম সিদ্দিকিকে অভিনন্দন জানাচ্ছিলেন– তখন  আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অনেক  চেষ্টা করেও কান্না থামাতে পারেননি আজম সিদ্দিকি।  ছেলে তথা নিজের  দেশের  সাফল্যে তাঁর আনন্দাশ্রু বাঁধ মানছিল না। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

 সেই ভিডিও শেয়ার করে পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেছেন– আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেক হওয়ার আগে তাঁর বাবা আজম সিদ্দিকি নাকি তাঁকে বলেছিলেন– ‘একবার অভিষেক হতে দাও। আগামী দিনে বাবরই রাজত্ব করবে।’

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

আরও পড়ুন: পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছেলের সাফল্যে গ্যালারিতে কাঁদলেন বাবরের বাবা

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের জন্য ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। রবিবার দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে বাবর আজমের অধিনায়কত্বে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারিয়েছে।  কোনওদিন ইমরান  খান, ওয়াসিম আক্রমরা যা করতে পারেননি–  বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেটাই করে দেখিয়েছেন বাবর আজম।

রবিবার গ্যালারিতে  উপস্থিত ছিলেন বাবর আজমের বাবা আজম সিদ্দিকি। পাকিস্তানের জয়ের মুহূর্তে আশেপাশের পাক সমর্থকেরা যখন  আজম সিদ্দিকিকে অভিনন্দন জানাচ্ছিলেন– তখন  আর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অনেক  চেষ্টা করেও কান্না থামাতে পারেননি আজম সিদ্দিকি।  ছেলে তথা নিজের  দেশের  সাফল্যে তাঁর আনন্দাশ্রু বাঁধ মানছিল না। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

 সেই ভিডিও শেয়ার করে পাকিস্তানের এক সাংবাদিক দাবি করেছেন– আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেক হওয়ার আগে তাঁর বাবা আজম সিদ্দিকি নাকি তাঁকে বলেছিলেন– ‘একবার অভিষেক হতে দাও। আগামী দিনে বাবরই রাজত্ব করবে।’

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

আরও পড়ুন: পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর