লোকসভায় চিফ হুইপ কাকলি, ডেপুটি লিডার শতাব্দী
ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সরব ভগবতীর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

- আপডেট : ৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 22
পুবের কলম,ওয়েবডেস্ক: কেরলের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং তথাকথিত ইসলাম-আতঙ্ক নিয়ে সরব লেখক বাবুরাজ ভগবতীর ফেসবুক অ্যাকাউন্ট রাজ্যের বাম সরকারের পুলিশের অনুরোধে বন্ধ করে দিল মেটা কর্তৃপক্ষ। ফেসবুকের মালিক মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ আপনার লেখা ভারতে দেখানো যাবে না।
কারণ কেরলের পুলিশ এই মর্মে আমাদের কাছে অনুরোধ করেছিল। স্থানীয় আইন অনুযায়ী এই অনুরোধের ভিত্তিতে আমরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছি।কেন কেরল পুলিশ এমন পদক্ষেপ নিল, তা স্পষ্ট নয়। তবে ভগবতী কেরলে পরিচিত নাম।
একসময় তিনি তেজস দৈনিক পত্রিকায় কাজ করতেন। এই পত্রিকাটিও ইসলামকেলামকে যারা আতঙ্ক হিসেবে প্রচার করেন তাঁদের বিরুদ্ধেই লেখালেখি করে। ভগবতী ইসলামোফোবিয়া রিসার্চ কালেকটিভ নামে এক সংস্থার সহকারী প্রতিষ্ঠাতা।
স্টাডিজ অন ইসলামোফোবিয়া নামে একটি বইও তিনি লিখেছেন। শিক্ষাবিদ ড: কে আশরাফ এর সঙ্গে যৌথভাবে তিনি কেরল ইসলামোফোবিয়া রিপোর্ট ২০২৪ প্রকাশ করেন, যা সব মহলে উচ্চপ্রশংসিত হয়। বর্তমানে ভগবতী মারুভাক্কু নামে এক মালয়ালম পত্রিকার সম্পাদকীয় পর্ষদের সদস্য।
কেরলে মুসলিম বিরোধী কোনও কিছু হলেই ভগবতী সবার আগে সমালোচনা করতে এগিয়ে আসেন। ফেসবুকে তিনি সাম্প্রদায়িকতা, জাতপাত এবং রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে অজস্র সাহসী লেখা লিখেছেন। কেরলের সলিডারিটি ইউথ মুভমেন্টের রাজ্য সভাপতি তৌফিক মাম্পর জানিয়েছেন, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ভগবতী এক বলিষ্ঠ কন্ঠস্বর।
প্রান্তিক সম্প্রদায়ের মানুষজনের অধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয়। তাঁর যে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাতে বহু এমন লেখা রয়েছে। সরকার যে তাঁর কন্ঠরোধ করতে এই ব্যবস্থা নিয়েছে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।