পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষা চাকরি দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবাসের পর মুক্তি পেয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুক্তির পরই তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায় তাঁর ‘বান্ধবী’, আর সেই মন্তব্য ঘিরেই ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পার্থ বলেন, “লোকের দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না? এতে অসুবিধে কী?” এরপরই তিনি নাম না করে কটাক্ষ করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে। বলেন, “অর্পিতা আমার বান্ধবী। শোভন-বৈশাখীকেও তো সবাই দেখেছে।”
এই মন্তব্যেই ক্ষুব্ধ হন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “শোভন তার বান্ধবীর জন্য পদ ছেড়েছিল, আর উনি (পার্থ) বান্ধবীর বাড়িতে টাকা রেখেছিলেন—পার্থক্য আছে।” বৈশাখীর আরও কটাক্ষ, “পার্থ ভালো মানুষ হতে পারেননি, তবে এতদিনে পুরুষ হয়েছেন—তার জন্য অভিনন্দন। আগে ‘কাকা-ভাইঝি’ বলতেন, এখন বলছেন বান্ধবী। সাধু সেজে বলছেন স্ত্রী নেই, তাই বান্ধবী! সত্যিই ইচ্ছেডানা।” উল্লেখ্য, ২০২২ সালে এসএসসি দুর্নীতি মামলায় বিপুল অর্থ ও সম্পত্তি উদ্ধার হয় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। তখন পার্থ সম্পর্ক অস্বীকার করলেও জেল থেকে মুক্তির পর উল্টো সুরে অর্পিতাকে নিজের ‘বান্ধবী’ হিসেবে পরিচয় দিচ্ছেন। এই নতুন অবস্থান নিয়েই ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।



























