ওড়িশা উপকূল থেকে ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী-২ এর সফল পরীক্ষা

- আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের মাটিতে সম্পন্ন হল কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ এর সফল পরীক্ষা। প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার ১০ জানুয়ারি ওড়িশা উপকূলের কাছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ চাঁদিপুর থেকে স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী-২- এর একটি সফল পরীক্ষা করা হয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে এই ক্ষেপনাস্ত্রের পরিসর বাড়ানো হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির অবিচ্ছেদ্য অংশ। পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রু নিধনেও পারদর্শী।
ডিসেম্বরের শেষের দিকেই অগ্নি-৫ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণের পরেই মঙ্গলবার স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পৃথ্বী-২ একটি সুপ্রতিষ্ঠিত সিস্টেম, ভারতের পারমাণবিক প্রতিরোধের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে প্রমাণিত হল। এই মিসাইলের প্রযুক্তিগত কাঠামো ও কার্যক্ষমতা সফলভাবে পরীক্ষিত।
গত ডিসেম্বরের শেষের দিকে অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের রাত্রিকালীন পরীক্ষা চালানো হয়েছিল দেশের মাটিতে। ৫৪০০ কিলোমিটারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এই মিসাইল। অগ্নি-৫-এর প্রথম পরীক্ষা হয় ২০১২ সালে। ভারতের অস্ত্রাগারে অগ্নির যে সিরিজ রয়েছে সেটার মধ্যে পাল্লার দিক থেকে দেখলে অগ্নি ১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি-২ যেতে পারে ২০০০ কিমি দূরে। অগ্নি ৩ ও অগ্নি ৪ মিসাইল অন্তত ৩৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম। তবে পরীক্ষিত ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ অন্যান্য ক্ষেপনাস্ত্রের থেকে অনেক হালকা।