১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বনগাঁয় আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে ব্যয় প্রায় ৫ কোটি

সুস্মিতা
  • আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
  • / 124

এম এ হাকিম, বনগাঁ: বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বনগাঁ ব্লকের বৈরামপুর পঞ্চায়েত, দিঘাড়ি পঞ্চায়েত, চৌবেড়িয়া-২ পঞ্চায়েত, গোপালনগর-১ পঞ্চায়েত এবং গঙ্গানন্দপুর পঞ্চায়েত, আকাইপুর পঞ্চায়েত এবং সুন্দরপুর পঞ্চায়েতে যেসব জায়গায় আদিবাসীরা বাস করেন সেইসব এলাকায় সোলার চালিত হাইমাস লাইট, পাকা রাস্তা, কংক্রিটের ঢালাই রাস্তা, আদিবাসীদের জন্য কালচারাল সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। এ জন্য বনগাঁ ব্লকের বৃদ্ধপাল্লা, শিমুলিয়া, দমদমা, শ্রীমন্তপুর, মোল্লাহাটি, মনসাদা এবং গরিবপুর গ্রামকে বেছে নেওয়া হয়েছে। এসব এলাকায় প্রচুর সংখ্যায় আদিবাসীরা বাস করায় তাঁদের জনবসতিকে আরও কীভাবে উন্নত করা যায় সেই তৎপরতা শুরু হয়েছে।

পঞ্চায়েত সমিতি সূত্রে প্রকাশ, এই প্রথম আদিবাসী অধ্যুষিত এলাকায় একসঙ্গে একাধিক উন্নয়নমূলক কাজ হতে চলেছে। গত শুক্রবার বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মণ্ডল বলেন, ‘প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, হাইমাস লাইট, কালচারাল সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। এরই মধ্যে প্রয়োজনীয় কাজকর্ম শুরু হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার করে এসব কাজ শুরু হবে।’

আরও পড়ুন: চার জেলায় বিজেপির নতুন সভাপতি ঘোষণা, দার্জিলিং-বনগাঁ-ব্যারাকপুরে বদল

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বনগাঁয় আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে ব্যয় প্রায় ৫ কোটি

আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার

এম এ হাকিম, বনগাঁ: বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বনগাঁ ব্লকের বৈরামপুর পঞ্চায়েত, দিঘাড়ি পঞ্চায়েত, চৌবেড়িয়া-২ পঞ্চায়েত, গোপালনগর-১ পঞ্চায়েত এবং গঙ্গানন্দপুর পঞ্চায়েত, আকাইপুর পঞ্চায়েত এবং সুন্দরপুর পঞ্চায়েতে যেসব জায়গায় আদিবাসীরা বাস করেন সেইসব এলাকায় সোলার চালিত হাইমাস লাইট, পাকা রাস্তা, কংক্রিটের ঢালাই রাস্তা, আদিবাসীদের জন্য কালচারাল সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। এ জন্য বনগাঁ ব্লকের বৃদ্ধপাল্লা, শিমুলিয়া, দমদমা, শ্রীমন্তপুর, মোল্লাহাটি, মনসাদা এবং গরিবপুর গ্রামকে বেছে নেওয়া হয়েছে। এসব এলাকায় প্রচুর সংখ্যায় আদিবাসীরা বাস করায় তাঁদের জনবসতিকে আরও কীভাবে উন্নত করা যায় সেই তৎপরতা শুরু হয়েছে।

পঞ্চায়েত সমিতি সূত্রে প্রকাশ, এই প্রথম আদিবাসী অধ্যুষিত এলাকায় একসঙ্গে একাধিক উন্নয়নমূলক কাজ হতে চলেছে। গত শুক্রবার বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাফর আলী মণ্ডল বলেন, ‘প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, হাইমাস লাইট, কালচারাল সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। এরই মধ্যে প্রয়োজনীয় কাজকর্ম শুরু হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার করে এসব কাজ শুরু হবে।’

আরও পড়ুন: চার জেলায় বিজেপির নতুন সভাপতি ঘোষণা, দার্জিলিং-বনগাঁ-ব্যারাকপুরে বদল

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ