২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিভিল সার্ভিস পরীক্ষার সাফল্যে বাংলা অনেকটাই উপরে উঠে এসেছে’ : আইপিএস মনোজ কুমার  ভার্মা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুন ২০২২, বুধবার
  • / 103

পুবের কলম প্রতিবেদক, বারাকপুর: আইএএস, আইপিএস এর মতো সিভিল সার্ভিস-এর সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছেলেময়েদের সাফল্য বিগত চার পাঁচ বছরের তুলনায় অনেকখানি ভালো। বিশেষ করে এইসব পরীক্ষার প্রস্তুতিতে সরকারি ব্যবস্থাপনা ভালো হওয়ার দরুণ আরও বেশি বেশি ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠছে। বুধবার বারাসত-বারাকপুর রোডে বড়ো কাঁঠালিয়ার তেলেনিপাড়ায় অবস্থিত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের “স্কিল ইনহান্সমেন্ট প্রোগ্রাম” শীর্ষক এক মোটিভেশন ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ব্যারাকপুর কমিশনারেট অফ পুলিশ-এর পুলিশ কমিশনার আইপিএস মনোজ কুমার ভার্মা।

সিভিল সার্ভিস পরীক্ষার সাফল্যে বাংলা অনেকটাই উপরে উঠে এসেছে' : আইপিএস মনোজ কুমার  ভার্মা

আরও পড়ুন: মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ

তিনি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে গিয়ে বলেন, স্কুল বা কলেজে পড়াশুনোর শুরুর সময়েই শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে সে আসলে কি হতে চায়। তারপর তার প্রচেষ্টাই তাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে অনলাইন লেখাপড়ায় গুরুত্ব দেওয়া হলেও কর্মমুখী লেখাপড়ার জন্য সোশ্যাল মিডিয়াকে একমাত্র উপায় হিসেবে ধরলে হবে না।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

শারীরিক ফিটনেস এর জন্য তাকে খেলাধুলা করতে মাঠমুখী হতে হবে। এতে শিক্ষার্থীর লেখাপড়ার স্ফূর্তি এবং একাগ্রতা অবশ্যই বাড়বে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য সুব্রত কুমার দে, সি ই ও সৌরভ অধিকারী, ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস

সিইও সৌরভ অধিকারী জানান,কর্মমুখী শিক্ষার উৎকর্ষতা, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং শিল্পোদ্যোগ-এই তিনটি ভাবধারাকে সামনে রেখে প্রতিষ্ঠিত প্রযুক্তি ও ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠান-স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি।

ইউজিসি স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়ে  রয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ( ডিপ্লোমা থেকে এম টেক), স্কুল অফ ম্যানেজমেন্ট ( বিবিএ অনার্স,এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ), স্কুল অফ কম্পিউটার সায়েন্স( বিএসসি অনার্স ও এমএসসি), স্কুল অফ এগ্রিকালচার সহ বহু আকর্ষণীয়  ও যুগোপযোগী পেশাদারী কোর্স।

ছাত্র-ছাত্রীদের কর্মমুখী শিক্ষায় উৎসাহ দিতে এবং দিশা দেখাতে এই ধরনের  স্কিল ইনহান্সমেন্ট প্রোগ্রামের সূচনা হলো। যেখানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের এনে প্রথিতযশা সরকারি বা বেসরকারি পদাধিকারীদের উপস্থিতিতে তাদের মোটিভেশন ও প্রশ্ন উত্তর মুলক আলোচনা  চলবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এতে অংশগ্রহণ করতে  পারবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সফল শিক্ষার্থীদের শংসাপত্র তুলে দেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিভিল সার্ভিস পরীক্ষার সাফল্যে বাংলা অনেকটাই উপরে উঠে এসেছে’ : আইপিএস মনোজ কুমার  ভার্মা

আপডেট : ১ জুন ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, বারাকপুর: আইএএস, আইপিএস এর মতো সিভিল সার্ভিস-এর সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছেলেময়েদের সাফল্য বিগত চার পাঁচ বছরের তুলনায় অনেকখানি ভালো। বিশেষ করে এইসব পরীক্ষার প্রস্তুতিতে সরকারি ব্যবস্থাপনা ভালো হওয়ার দরুণ আরও বেশি বেশি ছাত্র-ছাত্রী সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠছে। বুধবার বারাসত-বারাকপুর রোডে বড়ো কাঁঠালিয়ার তেলেনিপাড়ায় অবস্থিত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের “স্কিল ইনহান্সমেন্ট প্রোগ্রাম” শীর্ষক এক মোটিভেশন ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ব্যারাকপুর কমিশনারেট অফ পুলিশ-এর পুলিশ কমিশনার আইপিএস মনোজ কুমার ভার্মা।

সিভিল সার্ভিস পরীক্ষার সাফল্যে বাংলা অনেকটাই উপরে উঠে এসেছে' : আইপিএস মনোজ কুমার  ভার্মা

আরও পড়ুন: মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ

তিনি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে গিয়ে বলেন, স্কুল বা কলেজে পড়াশুনোর শুরুর সময়েই শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে সে আসলে কি হতে চায়। তারপর তার প্রচেষ্টাই তাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তবে করোনা পরবর্তী পরিস্থিতিতে অনলাইন লেখাপড়ায় গুরুত্ব দেওয়া হলেও কর্মমুখী লেখাপড়ার জন্য সোশ্যাল মিডিয়াকে একমাত্র উপায় হিসেবে ধরলে হবে না।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সরকারি বাসের বিশেষ পরিষেবা দেবে পরিবহন দফতর

শারীরিক ফিটনেস এর জন্য তাকে খেলাধুলা করতে মাঠমুখী হতে হবে। এতে শিক্ষার্থীর লেখাপড়ার স্ফূর্তি এবং একাগ্রতা অবশ্যই বাড়বে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য সুব্রত কুমার দে, সি ই ও সৌরভ অধিকারী, ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন: ত্রিপুরার উচ্চমাধ্যমিকে প্রথম কৃষকের ছেলে, ইচ্ছা  সিভিল সার্ভিস

সিইও সৌরভ অধিকারী জানান,কর্মমুখী শিক্ষার উৎকর্ষতা, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং শিল্পোদ্যোগ-এই তিনটি ভাবধারাকে সামনে রেখে প্রতিষ্ঠিত প্রযুক্তি ও ম্যানেজমেন্ট শিক্ষার প্রতিষ্ঠান-স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি।

ইউজিসি স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়ে  রয়েছে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ( ডিপ্লোমা থেকে এম টেক), স্কুল অফ ম্যানেজমেন্ট ( বিবিএ অনার্স,এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ), স্কুল অফ কম্পিউটার সায়েন্স( বিএসসি অনার্স ও এমএসসি), স্কুল অফ এগ্রিকালচার সহ বহু আকর্ষণীয়  ও যুগোপযোগী পেশাদারী কোর্স।

ছাত্র-ছাত্রীদের কর্মমুখী শিক্ষায় উৎসাহ দিতে এবং দিশা দেখাতে এই ধরনের  স্কিল ইনহান্সমেন্ট প্রোগ্রামের সূচনা হলো। যেখানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রীদের এনে প্রথিতযশা সরকারি বা বেসরকারি পদাধিকারীদের উপস্থিতিতে তাদের মোটিভেশন ও প্রশ্ন উত্তর মুলক আলোচনা  চলবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এতে অংশগ্রহণ করতে  পারবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সফল শিক্ষার্থীদের শংসাপত্র তুলে দেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।