০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফিকি হেলথ কেয়ার এক্সেলেন্স’ পুরস্কার পেল বাংলা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: আগেও নানান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল আর একটি নাম। ফিকি হেলথ কেয়ার এক্সেলেন্স পুরস্কার পেল বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে একেবারে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে রাজ্য। স্বাভাববিকভাবে মমতা সরকারের সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল।

সূত্রের খবর, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নিরিখে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি সাপোর্টার্স গ্রুপের তরফে এ নিয়ে ট্যুইট করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।

মাঝেমাঝে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ। তার মধ্যেই এবার সেই স্বাস্থ্য ক্ষেত্রে একেবারে প্রথম পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাভাবিকভাবে এই জাতীয় পুরস্কার বাংলার সরকারের কাছে গর্বের ব্যাপার বলে মনে করছে অনেকেই।

সূত্রের খবর, টেলি মেডিসিন ও টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের নিরিখে দেশের বৃহত্তম বণিকসভা বাংলাকে বিশেষভাবে সম্মানিত করছে। আসলে করোনাকালে সকলেই যখন ঘরবন্দি, হাসপাতালের আউটডোরে যাওয়ার কোনও উপায় ছিল না, তখনই টেলি মেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

পরবর্তী সময়তেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে সরকার। আর সেই উদ্যোগকেই স্বীকৃতি দিল জাতীয়স্তরের বণিকসভা। এই পরিষেবায় জেলার মানুষ উপকৃত হচ্ছেন। জেলা হাসপাতালগুলির মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। বড় বড় সমস্যা সমাধান হচ্ছে বলেন জানাচ্ছেন চিকিৎসকরা।

টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়াচ্ছে সরকার। আর সেই প্রচেষ্টাকেই সম্মান জানাল বণিকসভা ফিকি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিকি হেলথ কেয়ার এক্সেলেন্স’ পুরস্কার পেল বাংলা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: আগেও নানান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল আর একটি নাম। ফিকি হেলথ কেয়ার এক্সেলেন্স পুরস্কার পেল বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে একেবারে শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে রাজ্য। স্বাভাববিকভাবে মমতা সরকারের সাফল্যের মুকুটে নয়া পালক যুক্ত হল।

সূত্রের খবর, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নিরিখে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জি সাপোর্টার্স গ্রুপের তরফে এ নিয়ে ট্যুইট করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।

মাঝেমাঝে সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ। তার মধ্যেই এবার সেই স্বাস্থ্য ক্ষেত্রে একেবারে প্রথম পুরস্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্বাভাবিকভাবে এই জাতীয় পুরস্কার বাংলার সরকারের কাছে গর্বের ব্যাপার বলে মনে করছে অনেকেই।

সূত্রের খবর, টেলি মেডিসিন ও টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের নিরিখে দেশের বৃহত্তম বণিকসভা বাংলাকে বিশেষভাবে সম্মানিত করছে। আসলে করোনাকালে সকলেই যখন ঘরবন্দি, হাসপাতালের আউটডোরে যাওয়ার কোনও উপায় ছিল না, তখনই টেলি মেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার।

পরবর্তী সময়তেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে সরকার। আর সেই উদ্যোগকেই স্বীকৃতি দিল জাতীয়স্তরের বণিকসভা। এই পরিষেবায় জেলার মানুষ উপকৃত হচ্ছেন। জেলা হাসপাতালগুলির মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। বড় বড় সমস্যা সমাধান হচ্ছে বলেন জানাচ্ছেন চিকিৎসকরা।

টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত মানুষের পাশে দাঁড়াচ্ছে সরকার। আর সেই প্রচেষ্টাকেই সম্মান জানাল বণিকসভা ফিকি।