আফগানিস্তান ইস্যুতে নিজেদের অবস্থান সুস্পষ্ট করল বাংলাদেশ

- আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ দু দশক পর ফের আফগানিস্তানে ক্ষমতা দখল করল তালিবানরা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি রাশি রাশি টাকা নিয়ে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন।
এমতাবস্থায় দাঁড়িয়ে অনান্য বৈদেশিক রাষ্ট্রগুলির মত বাংলাদেশও তার অবস্থান সুস্পষ্ট করেছে।
সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ ও আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সংযুক্ত। দেশটি সার্ক সদস্য ও দক্ষিণ এশিয়ার অংশ। স্বাধীনতা যুদ্ধে আফগান সরকার ও জনগণের মূল্যবান সমর্থন বাংলাদেশ স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নীতিতে আফগানিস্তানের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ বিবৃতিতে আরো বলেছে, বাংলাদেশ বিশ্বাস করে আফগান জনগণের বেছে নেওয়া গণতান্ত্রিক ও বহুমুখী আফগানিস্তানই দিতে পারে দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের নিশ্চয়তা। এ ব্যাপারে বাংলাদেশ আফগানিস্তানকে উন্নয়ন সহযোগী ও বন্ধু বলে মনে করে।