শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 103
চতুর্থ দিনের সকালে আধঘণ্টার একটু বেশি সময় টিকল বাংলাদেশ। ৩৪ বলে শেষ ৪ উইকেট খুইয়ে ইনিংস ও ৭৮ রানে শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ হারল নাজমুল হোসেন শান্তর দল। কলম্বো টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানে অলআউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪৫৮। ২১১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে টিম বাংলাদেশ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা। শনিবার ৯৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শুরু করে বাংলাদেশ। তাদের তখনও একটি ইনিংস বাকি ছিল। কিন্তু তার মধ্যেই আউট হলেন লিটন কুমার দাস। ক্রিজে নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার লিটন দিনের দ্বিতীয় ওভারে আর পঞ্চম বলে আউট হয়ে গেলে তাদের ম্যাচে ফেরার কাজটা অসম্ভব হয়ে যায়। লিটনের ইনিংস শেষ হয় ১৪ রানেই। বাংলাদেশের ৭ ব্যাটারই আউট হলেন দুই অঙ্ক ছুঁয়ে। এরপর ইনিংস হার এড়াতে হলে বাংলাদেশকে মিরাকল ঘটাতে হত। তবে সেটা আর হয়নি। নাঈম হাসান স্টাম্পড হলেন। প্রবাথ জয়সূর্যের পরের ওভারে তাইজুল ফিরতি ক্যাচ দিলেন তাকে। তাতে পাঁচ উইকেট পূরণ হয় লঙ্কান বাঁ-হাতি স্পিনারের। তখন বাংলাদেশের ইনিংস হারটা হয়ে যায় সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাও খুব দীর্ঘ হয়নি। পরের ওভারে আক্রমণে আসা থারিন্দু রত্নায়েকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবাদত হোসেন। তাতেই ম্যাচে বড়সড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।