৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানিংয়ে বাংলাদেশী গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 30

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং :অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ক্যানিংয়ে বাড়ি তৈরী করে বসবাস শুরু করেছিল এক বাংলাদেশী। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বাংলাদেশী যুবকের নাম আকবর মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা পঞ্চায়েতের মধুখালী এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে বাংলাদেশের সাতক্ষীরা এলাকা থেকে আকবর মোল্লা চলে আসে ক্যানিংয়ের মধুখালীতে। এখানে এক আত্মীয়ের সহযোগিতায় ক্যানিংয়ের মধুখালীতে জায়গা কেনেন। সেখানে বাড়িঘর করে একাই থাকছিলেন। পরিবারের লোকজনেরও আনাগোনা ছিল ওই বাড়িতে।

আরও পড়ুন: পথবাতি প্রকল্পে সুন্দরবনের রাস্তা সেজে উঠল আলোর সাজে

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আকবর মোল্লাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ,ভোটার কার্ড, প্যান কার্ড সহ জমির দলিল পাওয়া গিয়েছে। শুধু তাই নয় বাংলাদেশের প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পুলিশের জেরাতে সে স্বীকার করেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।

আরও পড়ুন: বাঘ বাঁচানোর বার্তা দিয়ে ঝড়খালিতে পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস

শুধু তাই নয় বাংলাদেশ থেকে বহু লোকজন কে এনে পশ্চিমবঙ্গে কাজও দিয়েছে। বিভিন্ন এলাকায় জায়গা জমি কিনিয়ে থাকার ব্যবস্থাও করেছে। মূলত বাংলাদেশী শ্রমিক সাপ্লাইয়ের কাজ করতো সে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্যানিং থানার তরফে।

আরও পড়ুন: ভিন রাজ্যে বাঙালিদের উপর হামলার প্রতিবাদে ভাঙড়ে তৃণমূল মিছিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যানিংয়ে বাংলাদেশী গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং :অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ক্যানিংয়ে বাড়ি তৈরী করে বসবাস শুরু করেছিল এক বাংলাদেশী। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বাংলাদেশী যুবকের নাম আকবর মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা পঞ্চায়েতের মধুখালী এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে বাংলাদেশের সাতক্ষীরা এলাকা থেকে আকবর মোল্লা চলে আসে ক্যানিংয়ের মধুখালীতে। এখানে এক আত্মীয়ের সহযোগিতায় ক্যানিংয়ের মধুখালীতে জায়গা কেনেন। সেখানে বাড়িঘর করে একাই থাকছিলেন। পরিবারের লোকজনেরও আনাগোনা ছিল ওই বাড়িতে।

আরও পড়ুন: পথবাতি প্রকল্পে সুন্দরবনের রাস্তা সেজে উঠল আলোর সাজে

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আকবর মোল্লাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ,ভোটার কার্ড, প্যান কার্ড সহ জমির দলিল পাওয়া গিয়েছে। শুধু তাই নয় বাংলাদেশের প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পুলিশের জেরাতে সে স্বীকার করেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।

আরও পড়ুন: বাঘ বাঁচানোর বার্তা দিয়ে ঝড়খালিতে পালিত হল আন্তর্জাতিক বাঘ দিবস

শুধু তাই নয় বাংলাদেশ থেকে বহু লোকজন কে এনে পশ্চিমবঙ্গে কাজও দিয়েছে। বিভিন্ন এলাকায় জায়গা জমি কিনিয়ে থাকার ব্যবস্থাও করেছে। মূলত বাংলাদেশী শ্রমিক সাপ্লাইয়ের কাজ করতো সে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে ক্যানিং থানার তরফে।

আরও পড়ুন: ভিন রাজ্যে বাঙালিদের উপর হামলার প্রতিবাদে ভাঙড়ে তৃণমূল মিছিল