০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৮শে ডিসেম্বর উদ্বোধন বাংলাদেশের প্রথম মেট্রোরেল

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 36

 পুবের কলম ওয়েব ডেস্কঃ  যোগাযোগের ক্ষেত্রে আর একটি স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলাদেশের নাগরিকদের। পদ্মাসেতু চালু হওয়ার পর এবার মেট্রোরেল চালু হতে চলেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সূচিত হবে মেট্রোরেলে যাত্রী পরিবহণ।

 

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশের স্বপ্নের প্রকল্প মেট্রোরেল লাইন-৬ যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলবে এই মেট্রোরেল। এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি। উদ্বোধনের পর প্রথম সপ্তাহে রেল চলবে দিনে দু’বার সকালে ও বিকালে। এরপর ধীরে ধীরে তা বাড়ানো হবে। রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রকের ডিভিশন সেক্রেটারি এবিএম আমিন উল্লাহ নুরি শনিবার এ কথা জানান।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

 

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা মার্স ট্রানজিট কোম্পানি এবং প্রকল্পে অর্থ লগ্নিকারী ও নির্মাতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্মকর্তারা উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। জাইকার বাংলাদেশ মিশন চিফ ইচিগুচি তমোহিদে বলেন, এটি বিশ্বের সবচেয়ে আধুনিক মেট্রোরেলগুলির একটি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই মেট্রোরেল। তবে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট। এছাড়া মেট্রোরেল লাইন-১’এর কাজও শুরু হবে এ মাসেই। তিনি জানান, ইতিমধ্যে ৬ বগির ১০টি ট্রেন সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। ব্যাকআপ হিসাবে থাকবে আরও দু’টি ট্রেন। প্রতিটি মেট্রোরেল ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ছুটতে পারবে। ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম এই মেট্রোরেল যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮শে ডিসেম্বর উদ্বোধন বাংলাদেশের প্রথম মেট্রোরেল

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার

 পুবের কলম ওয়েব ডেস্কঃ  যোগাযোগের ক্ষেত্রে আর একটি স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলাদেশের নাগরিকদের। পদ্মাসেতু চালু হওয়ার পর এবার মেট্রোরেল চালু হতে চলেছে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সূচিত হবে মেট্রোরেলে যাত্রী পরিবহণ।

 

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক চালু

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশের স্বপ্নের প্রকল্প মেট্রোরেল লাইন-৬ যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলবে এই মেট্রোরেল। এখন চলছে উদ্বোধনের প্রস্তুতি। উদ্বোধনের পর প্রথম সপ্তাহে রেল চলবে দিনে দু’বার সকালে ও বিকালে। এরপর ধীরে ধীরে তা বাড়ানো হবে। রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মন্ত্রকের ডিভিশন সেক্রেটারি এবিএম আমিন উল্লাহ নুরি শনিবার এ কথা জানান।

আরও পড়ুন: ‘July uprising anniversary’: স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

 

আরও পড়ুন: বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঢাকা মার্স ট্রানজিট কোম্পানি এবং প্রকল্পে অর্থ লগ্নিকারী ও নির্মাতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্মকর্তারা উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। জাইকার বাংলাদেশ মিশন চিফ ইচিগুচি তমোহিদে বলেন, এটি বিশ্বের সবচেয়ে আধুনিক মেট্রোরেলগুলির একটি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই এই প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে। সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই মেট্রোরেল। তবে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট। এছাড়া মেট্রোরেল লাইন-১’এর কাজও শুরু হবে এ মাসেই। তিনি জানান, ইতিমধ্যে ৬ বগির ১০টি ট্রেন সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। ব্যাকআপ হিসাবে থাকবে আরও দু’টি ট্রেন। প্রতিটি মেট্রোরেল ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ছুটতে পারবে। ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম এই মেট্রোরেল যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।