দশেরা উৎসবের উদ্বোধনে আমন্ত্রণ বুকারজয়ী Banu Mushtaq, ক্ষুব্ধ বিজেপি

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 143
পুবের কলম,ওয়েবডেস্ক: বুকার পুরস্কার জয়ী লেখিকা এবং সমাজকর্মী বানু মুস্তাককে (Banu Mushtaq)এবার মহীশূরের দশেরা উৎসবের (Dasara festival) উদ্বোধন করার জন্য কর্নাটক সরকার আমন্ত্রণ জানানোয় বিজেপির গাত্রদাহ দশগুণ বেড়ে গিয়েছে। একজন মুসলিম কেন হিন্দুদের উৎসব উদ্বোধন করবেন, এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ প্রতাপ সিনহা। লেখিকা বানু মুস্তাক বলেছেন, ওঁর প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই।
আমায় মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। আমি যাব। এটাই আমার প্রথম এবং শেষ কথা। শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘোষণা করেন যে, এবার মহীশূরে দশেরা উৎসবের উদ্বোধন করবেন লেখিকা বানু মুস্তাক। কর্নাটকের হাসান এ বাড়ি বানু মুস্তাকের।
২২ সেপ্টেম্বর থেকে এই দশেরা মহোৎসব (Dasara festival) শুরু হবে। বিজয়া দশমীর দিন ২ অক্টোবর উৎসব শেষ হবে। মুখ্যমন্ত্রী লেখিকা বানু মুস্তাক এর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি কর্নাটকের গর্ব। তাঁর ‘হৃদয়া দীপা’ গল্পগুচ্ছ এবার বুকার পুরস্কার পেয়েছে। কর্নাটকের একজন মহিলা লেখক এই পুরস্কার পেয়েছেন। এটা আমাদের সকলের কাছে আনন্দের। লেখালেখির পাশাপাশি তিনি কন্নড় কৃষক সংগঠনেরও নেত্রী। ৭৭ বছরের মুস্তাকের যে গল্পগুচ্ছ বুকার পুরস্কার পেয়েছে তাতে মোট ১২ টি ছোট গল্প রয়েছে।
♦বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee
গত তিন দশক ধরে দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের মহিলাদের দৈনন্দিন জীবনকে তিনি কাছ থেকে দেখেছেন। তাঁদের পিতৃতন্ত্র, লিঙ্গ বৈষম্য ইত্যাদির কথা তিনি গল্পে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে লেখিকাকে আমন্ত্রণ জানিয়েছেন। ওইদিন তাঁকে সংবর্ধনাও দেওয়া হবে। বিজেপি নেতা বলেছেন, লেখিকা হিসেবে বানু মুস্তাক কর্নাটকের যে কোনও মানুষের কাছে গর্বের। কিন্তু যে দশেরা উৎসব একশো শতাংশ হিন্দু উৎসব তার কী করে তিনি উদ্বোধন করবেন? এদিকে বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র প্রশ্ন তুলেছেন, যিনি বানু মুস্তাকের গল্পগুচ্ছ কন্নড় থেকে ইংরেজিতে অনুবাদ করলেন তাঁকে কেন আমন্ত্রণ জানানো হল না? দীপা ভাস্তি ওই গল্পগুচ্ছ ইংরেজিতে অনুবাদ না করলে তো তিনি বুকার পুরস্কার পেতেন না।
বিজেপি রাজ্য সভাপতি জানেন না যে আফ্রিকা বা ভিন্ন ভাষায় লেখা যেসব সাহিত্যকর্ম নোবেল বা বুকার পুরস্কার পায়, কেউ না কেউ তা অনুবাদ করেন। কিন্তু পুরস্কার স্রস্টা লেখকই পান, অনুবাদক নন।