০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

আফিয়া নৌশিন
- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 25
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আবার বারুইপুর পুলিশ জেলার সাফল্য।এবার বারুইপুর থানার পুলিশের তৎপরতায় বানচাল হয়ে গেল ডাকাতির ছক।ডাকাতির ছক বানচাল করলো বারুইপুর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ সূর্যপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তিনজন ডাকাত কে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, নগদ ৪৫ হাজার টাকা, দুটি মোবাইল।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আফচার মোল্লা, ফরিদুল পিয়াদা, আরফত আলি মণ্ডল।এদের বাড়ি জয়নগর থানা ও মগরাহাট থানা এলাকায়।এদের নামে একাধিক অভিযোগ আছে থানায়।ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশ।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।