ধোনির জন্য দুবাইয়ে হাজির বশির চাচা
- আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার
- / 52
পুবের কলম ওয়েবডেস্কঃ নাম মুহাম্মদ বশির। কিন্তু ক্রিকেটবিশ্ব তাকে চাচা শিকাগো নামেই চেনে।তিনি পাকিস্তানি। সমর্থন করে নিজের দলকে। তবে প্রতিপক্ষ দলের সব চাইতে বড় তারকা মহেন্দ্র সিং ধোনিরও বড় ভক্ত। প্রিয় তারকাকে দেখার জন্য সেই শিকাগো থেকে দুবাইয়ে হাজির হয়েছেন তিনি। ভারত-পাকিস্তান ম্যাচে তিনি গ্যালারিতে উপস্থিত থাকবেন। মহেন্দ্র সিংহ ধোনি যেদিন শেষবারের মতো ভারতীয় দলের ড্রেসিং রুম থেকে বেরিয়ে যান, গ্যালারি ছেড়ে উঠে গিয়েছিলেন বশির।
এরপর ধোনিকে যেমন ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়নি, চাচা শিকাগো তেমনই গরহাজির ছিলেন গ্যালারিতে। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়ে ফিরেছেন ধোনি। আর সে কারণে গ্যালারিতে ফিরেছেন ৬৪ বছরের বশির চাচা। এবারও তার জন্য টিকিটের ব্যবস্থা করে দিলেন ধোনি। করাচিতে জন্ম-কর্ম হলেও বর্তমানে কানাডায় থাকেন চাচা শিকাগো। ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর দিনে ভারাক্রান্ত মনে তিনি ঠিক করেছিলেন, তিনিও ক্রিকেট দেখাকে বিদায় জানাবেন। কিন্তু ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে ড্রেসিংরুমে ফিরছেন শুনে নিজেকে সামলাতে পারেননি। এরপরই চলে এলেন দুবাই।