১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেমারকে ১২ গোল উপহার বায়ার্নের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম,ওয়েবডেস্কঃ দুরন্ত পারফরম্যান্সের ফুল ফুটিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের প্রথম রাউন্ডে বাভারিয়ানরা জিতেছে ১২-০ গোলে। এক ডজন গোলের তোড়ে ভাসিয়ে দিয়েছে  ব্রেমারকে। এরিক ম্যাক্সিম চৌপো মুটিং একাই করলেন চার গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন আরও তিনটি। জামাল মুসিয়ালা নিজে যোগ করেন জোড়া গোল। ২৪ বছরের মধ্যে এটি বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে বাকি গোল করেন মালিক টিলম্যান, লেরয় স্যান, মাইকেল কুইস্যানস, বুনা সার ও কোরেন্টিন তোলিসো। একটি আত্মঘাতী গোল করে বসেন প্রতিপক্ষের ওয়ার্ম। ৭৬তম মিনিটে নোবিল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এফসি ব্রেমার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেমারকে ১২ গোল উপহার বায়ার্নের

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ দুরন্ত পারফরম্যান্সের ফুল ফুটিয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের প্রথম রাউন্ডে বাভারিয়ানরা জিতেছে ১২-০ গোলে। এক ডজন গোলের তোড়ে ভাসিয়ে দিয়েছে  ব্রেমারকে। এরিক ম্যাক্সিম চৌপো মুটিং একাই করলেন চার গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন আরও তিনটি। জামাল মুসিয়ালা নিজে যোগ করেন জোড়া গোল। ২৪ বছরের মধ্যে এটি বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে বাকি গোল করেন মালিক টিলম্যান, লেরয় স্যান, মাইকেল কুইস্যানস, বুনা সার ও কোরেন্টিন তোলিসো। একটি আত্মঘাতী গোল করে বসেন প্রতিপক্ষের ওয়ার্ম। ৭৬তম মিনিটে নোবিল লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এফসি ব্রেমার।