০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

মারুফা খাতুন
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
  • / 272

পুবের কলম প্রতিবেদক : ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেদিনই হয়তো বোর্ডের নতুন সভাপতির জন্য নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে। ইতিমধ্যেই বোর্ড সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন রজার বিনি। আপাতত বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব শুক্লা। বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে অনেক নামই এসেছে।

তার মধ্যে একটি নাম এই মুহূর্তে সবাইকে চমকে রাখছে। সেই নাম হল শচীন তেন্ডুলকর। অনেকেই শচীনকে এই পদের জন্য চাইছেন। তবে শচীনের কাছ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রের খবর, বিসিসিআইয়ের বর্তমান অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লাও হতে পারেন পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট। কারণ হিসেবে দেখানো হচ্ছে বিসিসিআইয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন রাজীব। একটা সময় তিনি আইপিএল কমিটির চেয়ারম্যানও ছিলেন। বোর্ডের সহ-সভাপতি হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

বোর্ডের এজিএমে হয়তো বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়াকে সচিব হিসেবে আরও বেশ কিছুদিন রেখে দেওয়ার প্রস্তাব আসতে পারে। কারণ ২ বছর তিন মাস তিনি দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। ন’মাস ধরে তিনি বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করছেন। আরও বেশ কিছুদিন তাঁকে এই পদেই রেখে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভা থেকে।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

জয়েন্ট সেক্রেটারি হিসেবে রোহন দেশাইয়ের আরও কিছুদিন থেকে যাওয়ার সম্ভাবনা আছে। বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা প্রভতেজ ভাটিয়ার। আইপিএলের চেয়ারম্যান হিসেবে অরুণ ধুমালকে হয়তো যেতে হতে পারে কুলিং অফ পিরিয়ডে।

আরও পড়ুন: বিসিসিআই-কে কড়া হুঁশিয়ারি পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক : ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেদিনই হয়তো বোর্ডের নতুন সভাপতির জন্য নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে। ইতিমধ্যেই বোর্ড সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন রজার বিনি। আপাতত বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব শুক্লা। বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে অনেক নামই এসেছে।

তার মধ্যে একটি নাম এই মুহূর্তে সবাইকে চমকে রাখছে। সেই নাম হল শচীন তেন্ডুলকর। অনেকেই শচীনকে এই পদের জন্য চাইছেন। তবে শচীনের কাছ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। অসমর্থিত সূত্রের খবর, বিসিসিআইয়ের বর্তমান অন্তর্বর্তীকালীন সভাপতি রাজীব শুক্লাও হতে পারেন পরবর্তী বোর্ড প্রেসিডেন্ট। কারণ হিসেবে দেখানো হচ্ছে বিসিসিআইয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন রাজীব। একটা সময় তিনি আইপিএল কমিটির চেয়ারম্যানও ছিলেন। বোর্ডের সহ-সভাপতি হিসেবে দীর্ঘ সময় কাটিয়েছেন।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

বোর্ডের এজিএমে হয়তো বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়াকে সচিব হিসেবে আরও বেশ কিছুদিন রেখে দেওয়ার প্রস্তাব আসতে পারে। কারণ ২ বছর তিন মাস তিনি দলের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। ন’মাস ধরে তিনি বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব পালন করছেন। আরও বেশ কিছুদিন তাঁকে এই পদেই রেখে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বোর্ডের বার্ষিক সাধারণ সভা থেকে।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

জয়েন্ট সেক্রেটারি হিসেবে রোহন দেশাইয়ের আরও কিছুদিন থেকে যাওয়ার সম্ভাবনা আছে। বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে থেকে যাওয়ার সম্ভাবনা প্রভতেজ ভাটিয়ার। আইপিএলের চেয়ারম্যান হিসেবে অরুণ ধুমালকে হয়তো যেতে হতে পারে কুলিং অফ পিরিয়ডে।

আরও পড়ুন: বিসিসিআই-কে কড়া হুঁশিয়ারি পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভির