০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কের জের! মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 255

পুবের কলম,ওয়েবডেস্ক: একদিকে বিতর্কের জের অন্যদিকে দলের অন্দরের চাপ। অবশেষে মুসলিম যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা।

উল্লেখ্য,  হাতে আর মাত্র ৭ দিন। তারপরেই প্রেমের সম্পর্ক পরিণতি পেত। নতুন অধ্যায় শুরু হত ভিন্ন ধর্মাবলম্বীর এক যুগলের। প্রস্তুতি সেরে ফেললেও, বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু ঝড়। অবশেষে কট্টর হিন্দুত্ববাদীদের সমালোচনার জেরে মুসলিম যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন এক বিজেপি নেতা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিজেপি নেতা উত্তরাখণ্ডের পাউরি শহরের চেয়ারম্যান যশপাল বেনাম। তাঁর মেয়ের বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার। এই ঘটনায় ‘লাভ জিহাদ’-এর প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করা হয় যশপালকে।

 সাচ্চা হিন্দু হয়েও তিনি কীভাবে এই বিয়েতে রাজি হলেন, সে প্রশ্ন তুলেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন উগ্র হিন্দুত্ববাদীরা। অনেকে তাঁকে বিশ্বাসঘাতক বলেও  সুর চড়িয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করার দাবিও তুলেছে কিছু হিন্দু সংগঠন। এমন বিতর্কের জেরে, শেষমেশ নিজের মেয়ের বিয়ে ভাঙলেন যশপাল।

সূত্রের খবর, মেয়ের খুশির জন্যেই বিয়েতে সম্মতি জানিয়েছিলেন তিনি। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন মেয়ে। সেখানে থাকাকালীন এক মুসলিম সহপাঠীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁদের চার হাত এক হওয়ার সিদ্ধান্তে আপত্তি জানাননি তিনি। কিন্তু শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিতর্কের জের! মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: একদিকে বিতর্কের জের অন্যদিকে দলের অন্দরের চাপ। অবশেষে মুসলিম যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা।

উল্লেখ্য,  হাতে আর মাত্র ৭ দিন। তারপরেই প্রেমের সম্পর্ক পরিণতি পেত। নতুন অধ্যায় শুরু হত ভিন্ন ধর্মাবলম্বীর এক যুগলের। প্রস্তুতি সেরে ফেললেও, বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু ঝড়। অবশেষে কট্টর হিন্দুত্ববাদীদের সমালোচনার জেরে মুসলিম যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন এক বিজেপি নেতা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বিজেপি নেতা উত্তরাখণ্ডের পাউরি শহরের চেয়ারম্যান যশপাল বেনাম। তাঁর মেয়ের বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার। এই ঘটনায় ‘লাভ জিহাদ’-এর প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ করা হয় যশপালকে।

 সাচ্চা হিন্দু হয়েও তিনি কীভাবে এই বিয়েতে রাজি হলেন, সে প্রশ্ন তুলেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন উগ্র হিন্দুত্ববাদীরা। অনেকে তাঁকে বিশ্বাসঘাতক বলেও  সুর চড়িয়েছেন। সেই সঙ্গে অবিলম্বে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করার দাবিও তুলেছে কিছু হিন্দু সংগঠন। এমন বিতর্কের জেরে, শেষমেশ নিজের মেয়ের বিয়ে ভাঙলেন যশপাল।

সূত্রের খবর, মেয়ের খুশির জন্যেই বিয়েতে সম্মতি জানিয়েছিলেন তিনি। লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন মেয়ে। সেখানে থাকাকালীন এক মুসলিম সহপাঠীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁদের চার হাত এক হওয়ার সিদ্ধান্তে আপত্তি জানাননি তিনি। কিন্তু শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন।