৪,৫০০ কিমি সাইকেল চালিয়ে হজে পৌঁছলেন বেলজিয়ামের আনাস

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: জীবনের পথে চলতে গেলে অনেকেই স্বপ্ন দেখেন। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যেন এক অন্যরকম সাহস আর অঙ্গীকারের কাজ। এমনই এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বেলজিয়ামের ২৬ বছর বয়সী যুবক আনাস আল রাজকি, যিনি জীবনের দীর্ঘদিনের স্বপ্ন; পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ; ৪,৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে সউদি আরব পৌঁছেছেন।
মার্চে, রমজান মাসের শুরুতে, আনাস তাঁর এই অনন্য যাত্রা শুরু করেন। প্রায় তিন মাস ধরে তিনি একের পর এক দেশ পেরিয়ে এগিয়ে চলেছেন একমাত্র লক্ষ্য নিয়ে; আল্লাহর ঘর কাবা শরিফ-এর সান্নিধ্যে যাওয়া। তাঁর এই পথচলায় ১৩টি দেশের মধ্যে পড়েছে অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, বসনিয়া ও হার্জেগোভিনার মতো দেশ। প্রতিটি দেশের মাটি, ভাষা, আবহাওয়া এবং পথ ছিল আলাদা, কখনও পাহাড়ি পথ, কখনও বরফে ঢাকা রাস্তা, আবার কখনও খোলা প্রান্তর।
এই কঠিন যাত্রাপথে শারীরিক কষ্ট তো ছিলই, কিন্তু আনাসের মন ভরেছিল মানুষের ভালোবাসা ও সহানুভূতিতে। তিনি সউদি আরবে পৌঁছে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি মক্কায় পৌঁছে গেছি। এটা আমার জীবনের স্বপ্ন ছিল।’
এতো কঠিন পথ পেরোতে সমস্যা হয়নি? শারীরিক কিংবা মানসিক কষ্ট হয়নি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আনাস জানান, তাঁর সাহস আর মনোবল জুগিয়েছে পথের মানুষেরা। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা, সমর্থন, আর উৎসাহ আমাকে প্রতিটি দিন এগিয়ে যেতে সাহায্য করেছে। আমি শুধু ভেবেছি ; আমি আমার স্বপ্নের কাছে পৌঁছাতে চলেছি।’ তিনি আরও বলেন, ‘এখন আমি শুধু চাই, কাবার সবচেয়ে কাছে পৌঁছতে এবং জীবনে প্রথমবারের মতো কাবা শরীফকে প্রাণ ভরে দেখতে।’
হজ ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম। এটি প্রত্যেক সেই মুসলিমের জন্য ফরজ, যিনি শারীরিক ও আর্থিক দিক থেকে সক্ষম। ২০২৫ সালে হজ পালনের সম্ভাব্য সময় জুন ৪ থেকে জুন ৯ হলেও, সউদি আরবের চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণা এখনো বাকি।