১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র  ২৮ বছর বয়সে  না ফেরার দেশে  বেলজিয়ান গোলরক্ষক মিগুয়েল ভ্যান ড্যামে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 27

 

মাত্র  ২৮ বছর বয়সে  না ফেরার দেশে  বেলজিয়ান গোলরক্ষক মিগুয়েল ভ্যান ড্যামে

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত  হলেন  বেলজিয়ান গোলরক্ষক  মিগুয়েল ভ্যান ড্যামে। সাড়ে পাঁচ বছর ধরে  লিউকেমিয়ার বিরুদ্ধে  লড়াই  চালাচ্ছিলেন মিগুয়েল।

 

মিগুয়েল  রেখে গেলেন স্ত্রী  কিয়ানা এবং  মেয়ে ক্যামিলকে।মঙ্গলবার তাঁর ক্লাব  সার্কেল ব্রুগ এই কথা  জানিয়েছে।

 

ক্লাব এক বিবৃতিতে বলেছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বন্ধু এবং সতীর্থ মিগুয়েল ভ্যান ড্যামে লিউকেমিয়ার বিরুদ্ধে তার দীর্ঘ এবং অসম যুদ্ধে হেরে গেছেন।”

 

ক্লাবের ১২৩ বছরের ইতিহাসে আজ একটি অত্যন্ত কঠিন দিন,” সমবেদনা জানানো হয়েছে গোলরক্ষকের স্ত্রী কিয়ানা, মেয়ে ক্যামিল, সেইসঙ্গে  তার বাবা-মা, বোন, বন্ধুবান্ধব এবং পরিবাকে।

 

 

গোলরক্ষক ভ্যান ড্যামে ২০১৪ সালে বেলজিয়ামের প্রথম বিভাগে খেলা শুরু করেছিলেন কিন্তু ৫০টি  ম্যাচ খেলার পরেই তাঁর  কেরিয়ারের সবচেয়ে কঠিন  সময় শুরু  হয়।

 

২০১৬  সালে তার লিউকেমিয়া ধরা পড়ে। তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু পুনরায় আক্রান্ত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বরে চিকিৎসকরা জানিয়েদেন ড্যামের সুস্থ  হয়ে মাঠে ফেরা আর সম্ভব নয়।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র  ২৮ বছর বয়সে  না ফেরার দেশে  বেলজিয়ান গোলরক্ষক মিগুয়েল ভ্যান ড্যামে

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

 

মাত্র  ২৮ বছর বয়সে  না ফেরার দেশে  বেলজিয়ান গোলরক্ষক মিগুয়েল ভ্যান ড্যামে

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত  হলেন  বেলজিয়ান গোলরক্ষক  মিগুয়েল ভ্যান ড্যামে। সাড়ে পাঁচ বছর ধরে  লিউকেমিয়ার বিরুদ্ধে  লড়াই  চালাচ্ছিলেন মিগুয়েল।

 

মিগুয়েল  রেখে গেলেন স্ত্রী  কিয়ানা এবং  মেয়ে ক্যামিলকে।মঙ্গলবার তাঁর ক্লাব  সার্কেল ব্রুগ এই কথা  জানিয়েছে।

 

ক্লাব এক বিবৃতিতে বলেছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বন্ধু এবং সতীর্থ মিগুয়েল ভ্যান ড্যামে লিউকেমিয়ার বিরুদ্ধে তার দীর্ঘ এবং অসম যুদ্ধে হেরে গেছেন।”

 

ক্লাবের ১২৩ বছরের ইতিহাসে আজ একটি অত্যন্ত কঠিন দিন,” সমবেদনা জানানো হয়েছে গোলরক্ষকের স্ত্রী কিয়ানা, মেয়ে ক্যামিল, সেইসঙ্গে  তার বাবা-মা, বোন, বন্ধুবান্ধব এবং পরিবাকে।

 

 

গোলরক্ষক ভ্যান ড্যামে ২০১৪ সালে বেলজিয়ামের প্রথম বিভাগে খেলা শুরু করেছিলেন কিন্তু ৫০টি  ম্যাচ খেলার পরেই তাঁর  কেরিয়ারের সবচেয়ে কঠিন  সময় শুরু  হয়।

 

২০১৬  সালে তার লিউকেমিয়া ধরা পড়ে। তিনি সুস্থ হয়ে ওঠেন কিন্তু পুনরায় আক্রান্ত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বরে চিকিৎসকরা জানিয়েদেন ড্যামের সুস্থ  হয়ে মাঠে ফেরা আর সম্ভব নয়।