বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 89
পুবের কলম ওয়েবডেস্ক: বেলজিয়াম চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এ কথা জানান।
তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও একই ঘোষণা দেন। বর্তমানে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যের প্রায় ৭৫ শতাংশ।