মৃত্যু বাংলার পর্বতারোহীর, এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু

- আপডেট : ১৬ মে ২০২৫, শুক্রবার
- / 33
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষ। মাউন্ট এভারেস্ট অভিযানে গিয়ে মৃত্যু বাঙালি পর্বতারোহীর। রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের বয়স ৪৫ বছর। চলতি মরসুমে এভারেস্ট অভিযানে গিয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। সুব্রত ঘোষ ১৫ মে দুপুর ২টোর সময় এভারেস্টের চূড়ায় সফলভাবে পৌঁছন। পর্বতশৃঙ্গ থেকে নামার সময় ক্লান্তি এবং উচ্চতাজনিত অসুস্থতার লক্ষণ দেখা যায় তাঁর মধ্যে। গাইড চম্পল তামাং-এর মতে, সুব্রত ঘোষ অবশেষে অচল হয়ে পড়েন এবং এগিয়ে যেতে অসমর্থ হন।
ঘটনাটি ঘটে হিলারি স্টেপের ঠিক নীচে, যা পাহাড়ের চূড়ার কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। তামাং সেই রাতেই ক্যাম্প ফোরে ফিরে আসতে সক্ষম হন। সুব্রত ঘোষের মৃতদেহ উদ্ধার করে বেস ক্যাম্পে নামানোর জন্য চেষ্টা চলছে। কলকাতা থেকে প্রায় ১২৮ কিলোমিটার দূরে বাগদার সরকারি স্কুলের শিক্ষক ছিলেন সুব্রত ঘোষ। মার্চ মাসের শেষের দিকে মাউন্ট এভারেস্টের অভিযানে যান।
সু্ব্রত ঘোষের ভাই সুরজিৎ ঘোষ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,“সুব্রতের আরোহণের আয়োজনকারী সংস্থা স্নোই হরাইজন ট্রেক অ্যান্ড এক্সপিডিশন সকাল ৭টার দিকে আমাদের ঘটনাটি সম্পর্কে জানায়”। তিনি আরও বলেন “৩১ মার্চ তারা যাত্রা শুরু করেছিলেন। আমরা কর্তৃপক্ষকে দেরি না করে মৃতদেহ উদ্ধার করার জন্য অনুরোধ করেছি”। সুরজিৎ আরও জানিয়েছেন, সুব্রত অভিযানে প্রায় ছয় সদস্যের একটি দলের অংশ ছিলেন। এই মরসুমে মাউন্ট এভারেস্টে বিদেশি পর্বতারোহীর মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা। এর ঠিক একদিন আগে, ১৪ মে ফিলিপাইনের ৪৫ বছর বয়সী ফিলিপ দ্বিতীয় সান্তিয়াগো তার চূড়ায় আরোহণের প্রস্তুতি নেওয়ার সময় ক্যাম্প ৪-এ মারা যান।