০৩ মে ২০২৫, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী বেনেটের

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২২, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্কঃ জায়নবাদী ইসরাইলের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদী ইসরাইলের সহিংস অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেট এ উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে বেনেট-লাপিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। নাফতালি বেনেট নিজের অফিসিয়াল ট্যুইটার পেজে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি আপদকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ কিন্তু দেশের ভবিষ্যত এখন বিপদের মুখে রয়েছে। আমাদেরকে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে কারণ আমাদের আর কোনও দেশ নেই।’ বেনেতের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বামপন্থী মেরেতয পার্টির সংসদ সদস্য গ্বাইদা রিনাউয়ি যোয়াবি পদত্যাগ করার একদিন পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। যোয়াবির পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনেট ও বিদেশমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন ভঙ্গুর সরকার নেসেটে সংখ্যারিষ্ঠতা হারিয়েছে। যোয়াবি তার পদত্যাগের কারণ হিসেবে আল-আকসা মসজিদে ইসরাইলি সেনার হামলা, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বলপূর্বক ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়াকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই আরব নারী সংসদ সদস্য বলেন, ‘আমি এমন একটি জোট সরকারকে সমর্থন দিয়ে যেতে পারি না যেটি আমার সমাজের মানুষকে অত্যন্ত অপমানজনক উপায়ে লাঞ্ছিত করে।’ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বহুদিন ধরে বলে আসছেন, ‘অবৈধ ইসরাইলের ধ্বংস অনিবার্য’। সম্প্রতি হামাস নেতা খালেদ মিশাল বলেছেন, ‘ইসরাইল ধ্বংসের কাউন্ট ডাউন বা উল্টো গোনা শুরু হয়ে গেছে’। এবার খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী তার অবৈধ রাষ্ট্রের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী বেনেটের

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জায়নবাদী ইসরাইলের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ সেদেশের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদী ইসরাইলের সহিংস অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেট এ উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে বেনেট-লাপিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। নাফতালি বেনেট নিজের অফিসিয়াল ট্যুইটার পেজে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি আপদকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ কিন্তু দেশের ভবিষ্যত এখন বিপদের মুখে রয়েছে। আমাদেরকে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে কারণ আমাদের আর কোনও দেশ নেই।’ বেনেতের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বামপন্থী মেরেতয পার্টির সংসদ সদস্য গ্বাইদা রিনাউয়ি যোয়াবি পদত্যাগ করার একদিন পর ইসরাইলি প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। যোয়াবির পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনেট ও বিদেশমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন ভঙ্গুর সরকার নেসেটে সংখ্যারিষ্ঠতা হারিয়েছে। যোয়াবি তার পদত্যাগের কারণ হিসেবে আল-আকসা মসজিদে ইসরাইলি সেনার হামলা, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বলপূর্বক ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণ এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়াকে তার পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই আরব নারী সংসদ সদস্য বলেন, ‘আমি এমন একটি জোট সরকারকে সমর্থন দিয়ে যেতে পারি না যেটি আমার সমাজের মানুষকে অত্যন্ত অপমানজনক উপায়ে লাঞ্ছিত করে।’ ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা বহুদিন ধরে বলে আসছেন, ‘অবৈধ ইসরাইলের ধ্বংস অনিবার্য’। সম্প্রতি হামাস নেতা খালেদ মিশাল বলেছেন, ‘ইসরাইল ধ্বংসের কাউন্ট ডাউন বা উল্টো গোনা শুরু হয়ে গেছে’। এবার খোদ ইসরাইলের প্রধানমন্ত্রী তার অবৈধ রাষ্ট্রের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।