১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুই শহরে যুদ্ধ বিরতির মাঝেই চেরনিহিভে ব্যাপক গোলাবর্ষণ রুশ সেনার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধের মাঝেই সাধারণ মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই মানুষের প্রাণ বাঁচাতে মানবিক করিডোর বা নিরাপদ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সেই কথামতো ইউক্রেনের দুই শহরে যুদ্ধের মাঝেই আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া শনিবার রুশ প্রতিরক্ষামন্ত্রক এক ঘোষণায় জানায়, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বা নিরাপদ এলাকা তৈরি করা যেতে পারে, সে জন্যই সিদ্ধান্ত শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়ান পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। উদ্দেশ্য একটাই, অসামরিক নাগরিকরা যাতে মারিউপোল এবং ভলনোভাখা শহর ছেড়ে নিরাপদে চলে যেতে পারে। এ নিয়ে ইউক্রেন সরকারও একমত হয়েছে। তবে অনেক সংবাদসংস্থার দাবি, এ বিষয়ে এখনও পর্যন্ত ইউক্রেন কোনও বিবৃতি দেয়নি। আগে মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো চলমান অবরোধের মধ্যে একটি মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন। দুই শহরে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিষ্ঠা চললেও ইউক্রেনের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চেরনিহিভ দখলের চেষ্টা করছে রাশিয়া। ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ১৪৩ কি.মি. দূরে অবস্থিত এ চেরনিহিভ শহর। ইউক্রেনের উত্তরাঞ্চলের এ শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ইউক্রেনের চেরনিহিভ শহর দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ সেনা। শুক্রবার ও শনিবার ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। শুক্রবার রুশ হামলায় চেরনিহিভ শহরের অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের চেরনিহিভ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণে  ৪৭ অসামরিক নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: রুশ সেনার গোলার আঘাতে এবার নিহত ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি

 

আরও পড়ুন: তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ  মারিউপোলে মানবিক করিডর

আরও পড়ুন: কিয়েভঃ উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম, রাশিয়ার ৩৫০০ সেনাকে হত্যা, দাবি ইউক্রেনের  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই শহরে যুদ্ধ বিরতির মাঝেই চেরনিহিভে ব্যাপক গোলাবর্ষণ রুশ সেনার

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যুদ্ধের মাঝেই সাধারণ মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই মানুষের প্রাণ বাঁচাতে মানবিক করিডোর বা নিরাপদ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। সেই কথামতো ইউক্রেনের দুই শহরে যুদ্ধের মাঝেই আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া শনিবার রুশ প্রতিরক্ষামন্ত্রক এক ঘোষণায় জানায়, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বা নিরাপদ এলাকা তৈরি করা যেতে পারে, সে জন্যই সিদ্ধান্ত শনিবার মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়ান পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। উদ্দেশ্য একটাই, অসামরিক নাগরিকরা যাতে মারিউপোল এবং ভলনোভাখা শহর ছেড়ে নিরাপদে চলে যেতে পারে। এ নিয়ে ইউক্রেন সরকারও একমত হয়েছে। তবে অনেক সংবাদসংস্থার দাবি, এ বিষয়ে এখনও পর্যন্ত ইউক্রেন কোনও বিবৃতি দেয়নি। আগে মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো চলমান অবরোধের মধ্যে একটি মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন। দুই শহরে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিষ্ঠা চললেও ইউক্রেনের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর চেরনিহিভ দখলের চেষ্টা করছে রাশিয়া। ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ১৪৩ কি.মি. দূরে অবস্থিত এ চেরনিহিভ শহর। ইউক্রেনের উত্তরাঞ্চলের এ শহরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে ইউক্রেনের চেরনিহিভ শহর দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রুশ সেনা। শুক্রবার ও শনিবার ওই শহরে ব্যাপক গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। শুক্রবার রুশ হামলায় চেরনিহিভ শহরের অনেক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনের চেরনিহিভ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণে  ৪৭ অসামরিক নিহত হয়েছেন।

 

আরও পড়ুন: রুশ সেনার গোলার আঘাতে এবার নিহত ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি

 

আরও পড়ুন: তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ  মারিউপোলে মানবিক করিডর

আরও পড়ুন: কিয়েভঃ উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম, রাশিয়ার ৩৫০০ সেনাকে হত্যা, দাবি ইউক্রেনের