পুবের কলম, ওয়েবডেস্ক: ভগবত গীতা ‘হাতে লেখা আসল সংবিধান’। গীতা উৎসবের অনুষ্ঠানে গিয়ে এমনই বির্তকির্ত মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। একইসঙ্গে তিনি বলেছেন, “ধর্ম এবং সংবিধান একই”। জনসেনা পার্টির প্রধানের এমন মন্তব্যে তীব্র বির্তকের সৃষ্টি হয়েছে। ধর্মকে ভারতীয় সংবিধানের সঙ্গে তুলনা করায় উপমুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক নেতারা।
কর্ণাটকের উডুপিতে শ্রীকৃষ্ণ মঠে আয়োজিত গীতা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, কেউ কেউ মনে করেন ধর্ম ও সংবিধান ভিন্ন। কিন্তু তা নয়। ধর্ম একটি নৈতিক কম্পাস, এবং সংবিধান একটি আইনি কম্পাস। দুটোরই লক্ষ্য একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সহানুভূতিশীল সমাজ। এরপরই কল্যাণের সাফ বক্তব্য, “ভগবত গীতা হাতে লেখা আসল সংবিধান।”
উপমুখ্যমন্ত্রীর বির্তকির্ত মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। প্রবীণ কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ কটাক্ষ করে বলেন, “সংবিধান ধর্মনিরপেক্ষ। এতে ধর্মের কোনও স্থান নেই। সংবিধান বোঝেন না এমন অভিনেতারা এই ধরনের বক্তব্য দেন।” কল্যাণকে তীর দেগে কর্নাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেছেন, “সংবিধান ও ধর্ম এক হতে পারে না। আইন ও ধর্ম সম্পর্কে তাঁর জ্ঞানের অভাব রয়েছে।” বিজেপি অবশ্য উপমুখ্যমন্ত্রীর বির্তকির্ত মন্তব্যের সমর্থন করে জানান, “পবন যা বলেছে তা ঠিক। নীতিগুলি একই।”





























