ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে… . নষ্ট করছে সম্প্রীতি, অভিযোগ করলেন সমাজকর্মী তারিক আনোয়ার
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 119
পুবের কলম ওয়েবডেস্ক: ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে সায়েদ কেয়া বিটি রে…” তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চ করা হয়েছে। তবে প্রধান লালের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চরমে উঠেছে বিতর্ক।
গত ৭ সেপ্টেম্বর গানটি প্রধানলালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটির ২,১৯২টির বেশি ভিউ এবং প্রায় ১৬৪টি লাইক পেয়েছে।তবে নেটিজেনদের মন জয় করতে ব্যার্থ হয়েছে ভিডিওটি।
সমাজকর্মী, তারেক আনোয়ার চম্পার্নি এই নতুন বিতর্কিত গানটির জন্য ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিহারের শিল্প, সংস্কৃতি ও যুব বিভাগের মন্ত্রী জিতেন্দ্র কুমার রাইকে অনুরোধ জানিয়েছেন।
তারিক তাঁর ট্যুইটে বলেছেন যে প্রধান লাল যাদবের নতুন গানটি পারস্পরিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি তাঁর ট্যুইটে জিতেন্দ্র কুমার রাই, তেজস্বী যাদব, নীতীশ কুমার, ক্বারী সোহাইব, শাহনওয়াজ, সৈয়দ রুকনুদ্দিন আহমেদ এবং মুহাম্মদ আনজার নাঈমিকে ট্যাগ করেছেন।
তারিক আনোয়ার চম্পারনির টুইটটি ৫৫৪ বার রিট্যুইট করা হয়েছে এবং ৮৪১ জনেরও বেশি লাইক করেছেন।
यह सिंगर की ओछी हरकत है। कला संस्कृति और युवा विभाग के मंत्री @JitendraRaiMLA जी से अनुरोध है की ऐसे कलाकारों पर सख़्त कारवाई करे। आपसी सौहार्द बिगाड़ने का प्रयास है। @yadavtejashwi @NitishKumar @qarisohaibrjd @faisalaly @ShahnawazRJD @SyRuknuddinRJD @AnzarNayeemiRJD pic.twitter.com/fBmF1JLdP1
— Tarique Anwar Champarni (@Champarni_Tariq) September 12, 2022