২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে… . নষ্ট করছে সম্প্রীতি, অভিযোগ করলেন সমাজকর্মী তারিক আনোয়ার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 119

পুবের কলম ওয়েবডেস্ক: ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে সায়েদ কেয়া বিটি রে…” তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চ করা হয়েছে। তবে প্রধান লালের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চরমে উঠেছে বিতর্ক।

গত ৭ সেপ্টেম্বর গানটি প্রধানলালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটির ২,১৯২টির বেশি ভিউ এবং প্রায় ১৬৪টি লাইক পেয়েছে।তবে নেটিজেনদের মন জয় করতে ব্যার্থ হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

সমাজকর্মী, তারেক আনোয়ার চম্পার্নি এই নতুন বিতর্কিত গানটির জন্য ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিহারের শিল্প, সংস্কৃতি ও যুব বিভাগের মন্ত্রী জিতেন্দ্র কুমার রাইকে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে! দাবি স্বঘোষিত ধর্মগুরু আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর

তারিক তাঁর ট্যুইটে বলেছেন যে প্রধান লাল যাদবের নতুন গানটি পারস্পরিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি তাঁর ট্যুইটে জিতেন্দ্র কুমার রাই, তেজস্বী যাদব, নীতীশ কুমার, ক্বারী সোহাইব, শাহনওয়াজ, সৈয়দ রুকনুদ্দিন আহমেদ এবং মুহাম্মদ আনজার নাঈমিকে ট্যাগ করেছেন।

আরও পড়ুন:    ভারত জোড়ো যাত্রাই ছিল কর্নাটক সাফল্যের মাস্টার স্ট্রোক, দাবি কংগ্রেসের    

তারিক আনোয়ার চম্পারনির টুইটটি ৫৫৪ বার রিট্যুইট করা হয়েছে এবং ৮৪১ জনেরও বেশি লাইক করেছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে… . নষ্ট করছে সম্প্রীতি, অভিযোগ করলেন সমাজকর্মী তারিক আনোয়ার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের নতুন বিতর্কিত গান “আহিরা কেয়া সাথ নাচে সায়েদ কেয়া বিটি রে…” তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চ করা হয়েছে। তবে প্রধান লালের এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই চরমে উঠেছে বিতর্ক।

গত ৭ সেপ্টেম্বর গানটি প্রধানলালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে। এখন পর্যন্ত ভিডিওটির ২,১৯২টির বেশি ভিউ এবং প্রায় ১৬৪টি লাইক পেয়েছে।তবে নেটিজেনদের মন জয় করতে ব্যার্থ হয়েছে ভিডিওটি।

আরও পড়ুন: হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে ধনখড়কে: বিস্ফোরক দাবি কল্যাণের

সমাজকর্মী, তারেক আনোয়ার চম্পার্নি এই নতুন বিতর্কিত গানটির জন্য ভোজপুরি গায়ক প্রধান লাল যাদবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিহারের শিল্প, সংস্কৃতি ও যুব বিভাগের মন্ত্রী জিতেন্দ্র কুমার রাইকে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানও একদিন হিন্দুরাষ্ট্রে পরিণত হবে! দাবি স্বঘোষিত ধর্মগুরু আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর

তারিক তাঁর ট্যুইটে বলেছেন যে প্রধান লাল যাদবের নতুন গানটি পারস্পরিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তিনি তাঁর ট্যুইটে জিতেন্দ্র কুমার রাই, তেজস্বী যাদব, নীতীশ কুমার, ক্বারী সোহাইব, শাহনওয়াজ, সৈয়দ রুকনুদ্দিন আহমেদ এবং মুহাম্মদ আনজার নাঈমিকে ট্যাগ করেছেন।

আরও পড়ুন:    ভারত জোড়ো যাত্রাই ছিল কর্নাটক সাফল্যের মাস্টার স্ট্রোক, দাবি কংগ্রেসের    

তারিক আনোয়ার চম্পারনির টুইটটি ৫৫৪ বার রিট্যুইট করা হয়েছে এবং ৮৪১ জনেরও বেশি লাইক করেছেন।