০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আধাসেনায় নিয়োগে ভূমিপুত্রের শংসাপত্র যাচাই বাধ্যতামূলক, জানালো হাইকোর্ট

পারিজাত মোল্লা: আধা সেনায় নিয়োগের স্বচ্ছতা বাড়াতে কলকাতা হাইকোর্ট সোমবার এক মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। ভুমিপত্রের শংসাপত্র যাচাই করতে হবে। সম্প্রতি এক মামলায় ভারতীয় সেনাবাহিনীতে দুই পাক চর মামলায় ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। তার মধ্যেই সেনাবাহিনীতে ভুয়ো নিয়োগ রুখতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, ‘আধাসেনার কনস্টেবল পদে নিয়োগের জন্য এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাত্‍ ভূমিপুত্রের শংসাপত্র যাচাই করতে হবে’।

 

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

এবিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ‘আধা সেনার কনস্টেবল পদে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে একাধিক নিয়োগের তথ্য সামনে এসেছে। হরিণঘাটা এবং মধ্যমগ্রামে এ নিয়ে নতুন করে কয়েকটি এফআইআর দায়ের হয়েছে’।

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

 

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

এদিন অন্তত চারটি ডোমিসাইল সার্টিফিকেট তিনি আদালতে জমা দিয়ে দাবি করেন, এই সার্টিফিকেটগুলি আসল না ভুয়ো? তা যাচাইয়ের কোনও ব্যবস্থা নেই। বিভিন্ন জেলা থেকে এসডিওরা যে সার্টিফিকেট দিচ্ছে সেগুলিই নিয়োগের ক্ষেত্রে কিছু না দেখেই গ্রহণ করছে আধাসেনা কর্তৃপক্ষ। এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আধাসেনায় কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে জমা পড়া সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট খতিয়ে দেখতে হবে কর্তৃপক্ষকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সেই কাজে আধাসেনা কর্তৃপক্ষকে সাহায্য করবে। কর্তৃপক্ষের তরফে যে তথ্য চাওয়া হবে তা অবিলম্বে পাঠিয়ে দিতে হবে রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিবকে। পাশাপাশি এই সংক্রান্ত ঘটনায় নতুন কোন অভিযোগ এলেই তা দেরি না করে সিবিআই এর কাছে প্রেরণ করতে হবে রাজ্যকে’।

 

 

সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আধাসেনায় নিয়োগে ভূমিপুত্রের শংসাপত্র যাচাই বাধ্যতামূলক, জানালো হাইকোর্ট

আপডেট : ২১ অগাস্ট ২০২৩, সোমবার

পারিজাত মোল্লা: আধা সেনায় নিয়োগের স্বচ্ছতা বাড়াতে কলকাতা হাইকোর্ট সোমবার এক মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল। ভুমিপত্রের শংসাপত্র যাচাই করতে হবে। সম্প্রতি এক মামলায় ভারতীয় সেনাবাহিনীতে দুই পাক চর মামলায় ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। তার মধ্যেই সেনাবাহিনীতে ভুয়ো নিয়োগ রুখতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, ‘আধাসেনার কনস্টেবল পদে নিয়োগের জন্য এবার থেকে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাত্‍ ভূমিপুত্রের শংসাপত্র যাচাই করতে হবে’।

 

আরও পড়ুন: আরজি কর: চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা কলকাতা হাইকোর্টে স্থানান্তর করল সুপ্রিম কোর্ট

এবিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেন, ‘আধা সেনার কনস্টেবল পদে ডোমিসাইল সার্টিফিকেট জাল করে একাধিক নিয়োগের তথ্য সামনে এসেছে। হরিণঘাটা এবং মধ্যমগ্রামে এ নিয়ে নতুন করে কয়েকটি এফআইআর দায়ের হয়েছে’।

আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

 

আরও পড়ুন: সিএএ রশিদ SIR এ গ্রাহ্য করা হোক, নতুন মামলা হাইকোর্টে

এদিন অন্তত চারটি ডোমিসাইল সার্টিফিকেট তিনি আদালতে জমা দিয়ে দাবি করেন, এই সার্টিফিকেটগুলি আসল না ভুয়ো? তা যাচাইয়ের কোনও ব্যবস্থা নেই। বিভিন্ন জেলা থেকে এসডিওরা যে সার্টিফিকেট দিচ্ছে সেগুলিই নিয়োগের ক্ষেত্রে কিছু না দেখেই গ্রহণ করছে আধাসেনা কর্তৃপক্ষ। এরপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘আধাসেনায় কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে জমা পড়া সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট খতিয়ে দেখতে হবে কর্তৃপক্ষকে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সেই কাজে আধাসেনা কর্তৃপক্ষকে সাহায্য করবে। কর্তৃপক্ষের তরফে যে তথ্য চাওয়া হবে তা অবিলম্বে পাঠিয়ে দিতে হবে রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিবকে। পাশাপাশি এই সংক্রান্ত ঘটনায় নতুন কোন অভিযোগ এলেই তা দেরি না করে সিবিআই এর কাছে প্রেরণ করতে হবে রাজ্যকে’।